ঝগড়ার সময় স্বামীর মাথায় স্ত্রীর শাবলের আঘাত, পরে মৃত্যু
নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের সময় এক নারী শাবল দিয়ে তাঁর স্বামীর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দুপুরে রায়পুরা পৌরসভার মহিষমারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবুল কাশেম (৫০)। তিনি রায়পুরা পৌরসভার মহিষমারা এলাকার মৃত আবদুল বারেক মিয়ার ছেলে। স্থানীয় শ্রীরামপুর বাজারে সারের ব্যবসা করতেন তিনি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী পাপিয়া সুলতানাকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, তিন মাস আগে আবুল কাশেমের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। ওই সময় চিকিৎসক তাঁকে পরিপূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু চিকিৎসকের ওই পরামর্শ না শুনে আবুল কাশেম বাড়িতে ও বাহিরে নানা কাজে লেগে যেতেন। কাজ না করতে বাধা দিতেন তাঁর স্ত্রী পাপিয়া সুলতানা। এ নিয়ে প্রায় সময়ই তাঁদের মধ্যে ঝগড়া হতো।
রোববার দুপুরে কাজ করা নিয়ে আবুল কাশেমের সঙ্গে স্ত্রী পাপিয়া সুলতানার তর্ক হচ্ছিল। একপর্যায়ে দুজনই খুব উত্তেজিত হয়ে পড়েন। ওই অবস্থায় পাপিয়া ঘর থেকে একটি শাবল এনে আবুল কাশেমের মাথায় আঘাত করে বসেন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে রায়পুরা থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, নিহত ব্যক্তির লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে ওই লাশ পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির স্ত্রীকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।