বড়লেখায় বিষটোপে খামারের ১৫০টি হাঁসের মৃত্যু

হাকালুকি হাওরের গুটাউড়া হাওরখাল বিল এলাকায় বিষটোপে মারা যাওয়া খামারের হাঁস। বুধবার সন্ধ্যায়
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখার হাকালুকি হাওরের গুটাউড়া হাওরখাল বিলের কাছে একটি খামারের প্রায় ১৫০টি হাঁস মারা গেছে। আজ বুধবার দুপুরের দিকে হাঁসের মৃত্যুর ঘটনা ঘটে। খামারটির সাত-আটজন অংশীদার আছেন। তাঁদের অভিযোগ, হাকালুকি হাওরের পরিযায়ী পাখি শিকারিদের বিষটোপে এই হাঁসগুলোর মৃত্যু হয়েছে।

খামার মালিকেরা জানান, প্রতিদিনের মতো আজ আনুমানিক দুপুর ১২টার দিকে খামারের হাঁসগুলো গুটাউড়া হাওরখাল বিলের উত্তর পাশে ঘুরতে যায়। বেলা একটার দিকে খামারের লোকজন দেখতে পান, তাঁদের হাঁসগুলো ঝিমাচ্ছে। কিছু হাঁস দাপাদাপি করে মারা যায়।

মালিকদের অভিযোগ থেকে জানা গেছে, হাকালুকি হাওরের হাওরখাল বিলের পাড়ে অস্থায়ী খামার তৈরি করে হাঁসগুলো লালন–পালন করা হয়ে থাকে। প্রায় সময় কিছু অজ্ঞাতনামা লোক বিল এলাকায় পরিযায়ী পাখি শিকার করেন। খামারের লোকজন শিকারিদের বাধা দিয়ে থাকেন। পরিযায়ী পাখি শিকারের জন্য শিকারিরা বিষ মেশানো ধান ছিটিয়ে রাখেন। সেই বিষ মেশানো ধান খেয়ে খামারের হাঁসগুলো মারা গেছে। ঘটনাস্থলেই ১৫০টি হাঁস মারা গেছে। প্রতিটি হাঁস ডিম দিত। মারা যাওয়া হাঁসের মূল্য সাড়ে ৮২ হাজার টাকা। খামারের অন্যান্য হাঁসও ঝিমাচ্ছে। এই হাঁসগুলো যেকোনো সময় মারা যেতে পারে। সন্ধ্যার পর মৃত হাঁস থানায় নিয়ে যাওয়া হয়।

ঘটনার সময় খামারে ৬৫০টি হাঁস ছিল। এর মধ্যে ১৫০টি মারা গেছে।

খামারের অন্যতম অংশীদার বড়লেখা পৌর শহরের আকুলনগরের মইনুল ইসলাম রাত সোয়া আটটার দিকে প্রথম আলোকে বলেন, ‘হাঁসগুলো হাওরখাল বিলের পাড়ে থাকত। বিলে খাইত। আইজ দুপুর একটার দিকে পরিউল (পাহারাদার) হাঁসগুলো মারা যাইতে দেখে। পাখি শিকারিদের বিষমাখা ধান খাইয়া হাঁস মরছে। তবে কারা এ কাজ করেছে, আমরা এখনো জানতাম পারছি না।’

মইনুল ইসলাম বলেন, ‘হাওরে অনেক দূর বিল। সন্ধ্যার পর মরা হাঁস গাড়িত করে আনি ওসি সাবরে দেখাইছি। মরা হাঁসগুলারে মাটির নিচে চাপা দিছি।’ তিনি জানান, কারা কারা পাখি শিকার করে, তাদের সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। লোক লাগানো হয়েছে। খামারে ১ হাজার ৫০০টি হাঁস ছিল। কিছু হাঁস মারা গেছে। কিছু বিক্রি করা হয়েছে। ঘটনার সময় খামারে ৬৫০টি হাঁস ছিল। এর মধ্যে ১৫০টি মারা গেছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী রাত সাড়ে সাতটার দিকে প্রথম আলোকে বলেন, ‘মৌখিকভাবে শুনেছি বিষটোপে হাঁস মারা গেছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্তরা লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।’