মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা
মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদকে আহ্বায়ক এবং আইনজীবী কামরুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে। আহ্বায়ক কমিটিতে আমিরুল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস ও ফয়েজ মহাম্মদকে যুগ্ম আহ্বায়ক এবং মাসুদ অরুন ও আমজাদ হোসেনকে সদস্য করা হয়েছে।
আহ্বায়ক কমিটির সদস্যসচিব কামরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে দেশে একটি স্বৈরশাসক গণতন্ত্রকে জিম্মি করে রেখেছিল। সবে দেশ মুক্ত হয়েছে। গণতন্ত্রকে মজবুত ও টেকসই করতে বিএনপি মাঠপর্যায়ে কাজ করছে। অবাধ, সুষ্ঠু একটি নির্বাচনের পরিবেশ তৈরি করতে বর্তমান সরকারকে সহযোগিতা করা হচ্ছে। ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
আহ্বায়ক জাভেদ মাসুদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মেহেরপুর জেলা বিএনপি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটি যথাযথভাবে তাঁর নির্দেশনাগুলো বাস্তবায়ন করবে। বিএনপির সবাইকে সঙ্গে নিয়ে গ্রাম থেকে জেলা পর্যন্ত সব কটি কমিটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত হবে। এভাবে সুন্দর ও শক্তিশালী কমিটি গঠনের মধ্য দিয়ে দল আরও সুসংহত হবে।