পাঁচ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরিসহ নৌযান চলাচল স্বাভাবিক

কুয়াশা কাটতে শুরু করলে সকালের দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। আজ সকাল সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়ছবি: প্রথম আলো

ঘন কুয়াশার কারণে টানা চতুর্থ দিনের মতো রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হয়েছে। দুর্ঘটনা এড়াতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত কয়েক ঘণ্টা ধরে ফেরিসহ নৌযান চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কেটে গেলে প্রায় পাঁচ ঘণ্টা পর সকাল সাড়ে ৭টার দিকে নৌপথটিতে ফেরিসহ অন্য নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। কয়েক দিন ধরেই তীব্র শীত ও কুয়াশায় ভোগান্তি পোহাচ্ছেন ঘাটে আটকা পড়া যানবাহনের যাত্রী-চালক-পরিবহনশ্রমিকেরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে ঘন কুয়াশায় এ নৌপথে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। গত তিন দিনের মতো গতকাল মধ্যরাত থেকে পদ্মা ও যমুনা নদী অববাহিকায় ঘন কুয়াশার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো শিশির পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এমন অবস্থায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। একপর্যায়ে সামনে সামান্য দূরের কিছুই যখন দেখা যাচ্ছিল না, তখন ফেরিসহ নৌযান চলাচল বন্ধ করা হয়।

আরও পড়ুন

দৌলতদিয়া ফেরিঘাট এলাকার বাসিন্দা ও ঘাটশ্রমিক আলাউদ্দিন খান বলেন, টানা চার দিন ধরে ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে পরদিন সকাল পর্যন্ত ফেরি বন্ধ থাকায় দুর্ভোগে পড়তে হচ্ছে ঘাটে অপেক্ষায় থাকা যানবাহনের যাত্রীদের। বিশেষ করে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহনের নারী ও শিশু যাত্রীদের বিপাকে পড়তে হয়। প্রকৃতির কাজ সারতে তাঁদের ঘাট এলাকার এ বাড়ি থেকে সে বাড়িতে ছুটতে হয়। আবার গভীর রাতে পরিবহন থেকে নেমে যাওয়ায় ছিনতাই-চুরির ঝুঁকি তৈরি হয়েছে।

জরুরি কাজে রাজধানী ঢাকার রামপুরা এলাকায় যাচ্ছিলেন রাজবাড়ীর রিদয় সূত্রধর। তিনি ভোরে রওনা হলেও কুয়াশায় ফেরিসহ লঞ্চ বন্ধ থাকায় উপায় না পেয়ে ঘাটে অন্য যাত্রীদের মতো ফেরি ছাড়ার অপেক্ষায় থাকেন। তিনি বলেন, ‘রাতে জরুরি ফোন পেয়ে এখন ঢাকা যেতে হচ্ছে। সকাল ১০টায় তাঁর রামপুরায় পৌঁছানোর কথা। আগেভাগে রওনা করেও কোনো লাভ হলো না।’

দৌলতদিয়া লঞ্চঘাট এলাকার দায়িত্বপ্রাপ্ত আরিচা লঞ্চ মালিক সমিতির ব্যবস্থাপক নুরুল আনোয়ার মিলন বলেন, ‘প্রায় প্রতিদিনই মধ্যরাত থেকে লঞ্চ বন্ধ থাকছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে কর্তৃপক্ষের নির্দেশে আমরা প্রতিদিন মধ্যরাত থেকে লঞ্চ চালানো বন্ধ রাখছি। আর এ সময় জরুরি কাজে ছুটে চলা যাত্রীদের লঞ্চের পরিবর্তে ফেরিতে নদী পাড়ি দেওয়ার পরামর্শ দিয়ে থাকি।’

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, ঘন কুয়াশার কারণে ফেরির মাস্টাররা (চালক) পথ দেখতে না পাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখতে হচ্ছে। গতকাল দিবাগত রাত আড়াইটা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। চার দিন ধরে প্রতিদিন মধ্যরাত থেকে পরদিন সকাল পর্যন্ত কুয়াশায় ফেরি সাময়িক সময়ের জন্য বন্ধ থাকছে। এতে যানবাহন পারাপার ব্যাহত হওয়ায় সরকারিভাবে রাজস্ব আদায়ও কম হচ্ছে।