নেত্রকোনায় বিএনপির ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

নেত্রকোনার ছয়টি উপজেলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টা থেকে আজ শুক্রবার ভোর পৌনে ৪টার মধ্যে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। পুলিশের দাবি, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, নাশকতাসহ বিভিন্ন মামলা থাকায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নয়জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন দুর্গাপুর উপজেলা যুবদলের সদস্য বাবুল আহমেদ, আটপাড়া সুনই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা, দুওজ ইউনিয়নের যুবদল কর্মী কাঞ্চন মিয়া, কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল আকন্দ, সদস্য মো. জয়নাল আবেদিন, উপজেলা ছাত্রদলের সদস্য লাবলু মিয়া, বারহাট্টার যুবদল কর্মী হীরা মিয়া, কেন্দুয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এবং গরাডোবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালিস মিয়া।

জেলা বিএনপির সদস্যসচিব মো. রফিকুল ইসলাম বলেন, বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ বাধাগ্রস্ত করতে পুলিশ আগের রাতে অভিযান চালিয়ে ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। কয়েকজন নেতার বাড়িতে গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের না পেয়ে পরিবারের সদস্যদের হয়রানি করেছে। তবে এসব করে বিএনপির আন্দোলন দমানো যাবে না।

এ বিষয়ে নেত্রকোনা জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফুর রহমান প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির কোনো নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়নি। গতকাল রাতে যে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মামলা রয়েছে। পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাঁদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।