২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সম্মেলনের ২০ মাসের মাথায় সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বিএনপি

সিলেট মহানগর বিএনপির সম্মেলনের প্রায় ২০ মাসের মাথায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার বিকেলে দলটির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে ১৭০ সদস্যের কমিটির বিষয়টি জানানো হয়।

গত বছরের ১০ মার্চ সম্মেলনে ভোটের মাধ্যমে মহানগর বিএনপির সভাপতি পদে নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক পদে ইমদাদ হোসেন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ সাফেক মাহবুব নির্বাচিত হন। তবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে দেশের বাইরে অবস্থান করায় সভাপতির পদ থেকে নাসিম হোসেইনকে সরিয়ে কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে দায়িত্ব দেওয়া হয়। আজ ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদীকে।

পূর্ণাঙ্গ কমিটিতে ২০ জন সহসভাপতি, ১৫ জন সহসাধারণ সম্পাদক এবং ৫ জন সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান। এ ছাড়া পাঁচজন সহসাংগঠনিক সম্পাদক এবং একজন অর্থ সম্পাদক হয়েছেন। এর বাইরে ১১ জন ‘সম্মানিত সদস্য’ এবং ৪২ জন ‘সদস্য’ হয়েছেন। অন্যরা বিভিন্ন সম্পাদকীয় পদে আছেন।

এ বিষয়ে জানতে চাইলে পূর্ণাঙ্গ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সবাইকে নিয়ে সুন্দরভাবে মহানগর বিএনপিকে আরও সুসংগঠিত করতে চান তিনি। এ জন্য সবার সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে সব ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে।