নাটোরের সাবেক এমপি শিমুলের ঘনিষ্ঠ সহযোগী রাশেদুল দুটি মামলায় ৬ দিনের রিমান্ডে
নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহযোগী রাশেদুল ইসলাম ওরফে কোয়েলকে দুটি মামলায় ৬ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ সোমবার দুপুরে সদর আমলি আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রওশন আলম রিমান্ড আবেদন মঞ্জুর করেন। আদালত পুলিশের পরিদর্শক মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে কড়া পুলিশ পাহারায় রাশেদুলকে নাটোর কারাগার থেকে আদালতে আনা হয়। পরে পুলিশের পক্ষ থেকে ৬টি মামলায় তাঁর ৭ দিনের করে রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত দুটি মামলায় তাঁকে তিন দিন করে মোট ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। দুপুর ১২টার কিছু পরে তাঁকে পুলিশবেষ্টনীর মাধ্যমে কারাগারে নেওয়া হয়।
যে দুই ঘণ্টা রাশেদুল আদালত চত্বরে ছিলেন, ততক্ষণ পর্যন্ত পুলিশ আদালত চত্বরের সামনের সড়কে মানুষের চলাচল বন্ধ রাখে এবং আদালতে সাধারণের প্রবেশে বাধা দেয়।
গত মঙ্গলবার রাশেদুলকে প্রথমবারের মতো কারাগার থেকে আদালতে হাজির করা হলে বিএনপির কর্মী-সমর্থকেরা তাঁর মুখে ডিম ও মল ছুড়ে মারেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পুলিশ ও সেনাবাহিনীর পাহারায় তাঁকে ওই দিন কারাগারে নিয়ে যাওয়া হয়।