বগুড়ায় চলন্ত ট্রাক থামিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় চলন্ত খালি ট্রাক থামিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে উপজেলার রহবল এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ট্রাকটির চালক আরিফুল ইসলাম (২৬)। তাঁর বাড়ি বগুড়ার গোকুল এলাকায়।
শিবগঞ্জের মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক আশিকুর রহমান বলেন, গতকাল রাত সাড়ে ১২টার দিকে ট্রাকটি শিবগঞ্জ উপজেলার রহবল এলাকায় পৌঁছার পর তিন-চারজন মুখোশধারী দুর্বৃত্ত চলন্ত ট্রাক থামিয়ে পেট্রল ঢেলে আগুন দেয়। খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাকের আগুন নেভান। ট্রাক থেকে দ্রুত নামতে গিয়ে আহত হয়েছেন ট্রাকটির চালক। তাঁকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন অবস্থায় ট্রাকচালক আরিফুল ইসলাম বলেন, রংপুরের শঠিবাড়ি হাট থেকে ট্রাকে গরু তোলার জন্য যাচ্ছিলেন। খালি ট্রাক নিয়ে শিবগঞ্জের রহবল এলাকায় পৌঁছার পর ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। গরু নিয়ে তাঁর ঢাকার গাবতলী হাটে যাওয়ার কথা ছিল। কিন্তু তা আর হলো না।