সিলেটে সড়ক দুর্ঘটনার মামলায় পটুয়াখালী থেকে ট্রাকচালক গ্রেপ্তার
সিলেটের দক্ষিণ সুরমার নাজির বাজারে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১৫ জনের প্রাণহানির ঘটনায় করা মামলায় ট্রাকচালককে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার সন্ধ্যায় এ অভিযান চালায় র্যাব।
ট্রাকচালকের নাম শফিকুল ইসলাম। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) আফসান-আল-আলম বলেন, এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। তবে দুর্ঘটনায় শফিকুল নিজেও কিছুটা আহত হয়েছেন।
গত বুধবার ভোরে সিলেটের দক্ষিণ সুরমার ঢাকা-সিলেট মহাসড়কের নাজিরবাজারে ট্রাক ও শ্রমিকদের বহনকারী পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৪ শ্রমিকের মৃত্যু হয়। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে আরও একজনের মৃত্যু হয়। তাঁরা নগরের আম্বরখানা এলাকা থেকে ঢালাই কাজের জন্য ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে যাচ্ছিলেন।
এ ঘটনায় নিহত এক শ্রমিকের স্বজন ইজাজুল ইসলাম বুধবার রাতে দক্ষিণ সুরমা থানায় মামলা করেন। ওই মামলায় ট্রাক ও পিকআপচালককে আসামি করা হয়েছে।