সিলেটের দক্ষিণ সুরমায় একটি ভোটকক্ষে সাত ঘণ্টায় ভোট পড়েছে চারটি
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার একটি ভোটকেন্দ্রের ভোটকক্ষে সাত ঘণ্টায় ভোট পড়েছে মাত্র চারটি। কেন্দ্রটি দক্ষিণ সুরমার পূর্বভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ওই কেন্দ্রের ৪ নম্বর কক্ষে মাত্র চার ভোটার ভোট দিয়েছেন। সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত এই ভোট পড়েছে।
ভোটকক্ষের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দক্ষিণ সুরমার তিন এলাকার ভোটারদের ওই কক্ষে ভোট দেওয়ার কথা। ওই কক্ষে মোট ভোটারের সংখ্যা ১১৮। ওই ভোটকক্ষের পোলিং কর্মকর্তা মো. ইমরান খান বলেন, চার ভোটার বিভিন্ন সময়ে ভোটগুলো দিয়েছেন। একই তথ্য দিয়েছেন ভোটকেন্দ্রের ৪ নম্বর কক্ষের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা দিলারা বেগম।
৪ নম্বর ভোটকক্ষে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ ১৩ প্রার্থীর বিপরীতে মাত্র একজন এজেন্ট উপস্থিত ছিলেন। ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাদ্দাম হোসাইন বলেন, কেন্দ্রটি নারী ভোটারদের কেন্দ্র। কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ২০৪। এর মধ্যে বেলা দুইটা পর্যন্ত ২৯৪টি ভোট পড়েছে। এর আগে দুপুর ১২টা পর্যন্ত ১৫৯টি এবং সকাল ১০টায় ভোট পড়েছিল ১৯টি।
দক্ষিণ সুরমা উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে আছেন পাঁচজন, ভাইস চেয়ারম্যান পাঁচ ও মহিলা ভাইস চেয়ারম্যান তিনজন।
চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন মো. মইনুল ইসলাম (আনারস), মোহাম্মদ জুয়েল আহমদ (ঘোড়া), মো. বদরুল ইসলাম (টেলিফোন), মো. শামীম আহমদ (মোটরসাইকেল) ও মো. সাহেদ মোশারফ (কাপ-পিরিচ)।
ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন মোহাম্মদ মাহবুবুর রহমান (মাইক), ফয়েজ আহমদ (তালা), আলী আছগর খাঁন শামীম (চশমা), নন্দন চন্দ্র পাল (টিউবওয়েল) ও মো. আব্দুর রহমান (উড়োজাহাজ)। মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান আইরিন রহমান (পদ্মফুল), মোছা. হালিমা বেগম (কলস) ও মোছা. ফাহিমা বেগম (ফুটবল)।