চুয়াডাঙ্গায় মেহগনিবাগান থেকে ব্যবসায়ীর পোড়া লাশ উদ্ধার

মরদেহপ্রতীকী ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোরে উপজেলার ফরিদপুর ও বেলগাছি গ্রামের মধ্যে একটি মেহগনিবাগান থেকে তাঁর দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত সবুজ হোসেন (২২) উপজেলার ডাউকী ইউনিয়নের বাদেমাজু গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি পুরোনো মোটরসাইকেল বেচাকেনা করতেন।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান প্রথম আলোকে জানান, ‘প্রাথমিকভাবে এই ঘটনা খুন বলেই ধারণা করা হচ্ছে। রহস্য উদ্‌ঘাটনে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঝিনাইদহের কর্মকর্তাদের খবর পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে কৃষকেরা মাঠে গিয়ে পোড়া মরদেহ ও মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা আলমডাঙ্গা থানায় খবর দেন। খবর পেয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমানসহ একটি দল ঘটনাস্থলে যায়।

পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, সবুজ গতকাল মঙ্গলবার সকালে বাড়ি‌ থেকে বের হন। সন্ধ্যায়ও তিনি বাড়িতে ফেরেননি। যোগাযোগ করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্য ও আত্মীয়–স্বজনেরা রাত থেকে খোঁজ নিতে শুরু করেন। আজ সকাল পোড়া লাশের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। নিহত সবুজের চাচাতো ভাই ও ভগ্নিপতি লাশ শনাক্ত করেন।