গাজীপুরে বন্ধ ঘোষণার ৯ দিন পর খুলল স্ট্যান্ডার্ড গ্রুপের একটি পোশাক কারখানা
শ্রমিক আন্দোলনের মুখে বন্ধ হওয়ার ৯ দিন পর আজ শনিবার সকালে গাজীপুর নগরের কোনাবাড়ী এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড গ্রুপের স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন লিমিটেড নামের পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। তবে একই গ্রুপের ইন্টারন্যাশনাল ট্রেডিং সার্ভিস লিমিটেড নামে কারখানাটি এখনো বন্ধ আছে।
খুলে দেওয়া কারখানাটির শ্রমিক হাবিবুর রহমান বলেন, কারখানা বন্ধ থাকায় তাঁদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছিল। এখন কারখানা খুলে দেওয়ায় তাঁরা কাজে যোগ দিয়েছেন। এতে তাঁদের মধ্যে স্বস্তি ফিরেছে।
কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, কারখানার শ্রমিকেরা পদোন্নতিসহ বিভিন্ন দাবিতে গত ২৬ ও ২৭ নভেম্বর বিক্ষোভ করেন। শ্রমিকদের বিক্ষোভের মুখে নিরাপত্তার স্বার্থে শ্রম আইন অনুযায়ী ২৮ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় কারখানাটি। এর ৯ দিন পর আজ সকালে স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন লিমিটেড কারখানাটি খুলে দেওয়া হয়েছে। শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন।
শ্রমিক নাজমা আক্তার বলেন, ‘আমরা কোনো ঝামেলা চাই না, আমরা কাজ করতে চাই। আমরা কাজ করব, মাস শেষে বেতন পাব।’
কারখানাটির ব্যবস্থাপক (প্রশাসন) আবু ইউসুফ সিদ্দিকী বলেন, শ্রমিকেরা না বুঝে বিশৃঙ্খলা করেছিলেন। তাঁরা তাঁদের ভুল বুঝতে পেরে আজ কাজে যোগ দিয়েছেন। শ্রমিকদের বিভিন্ন দাবি ছিল, এর মধ্যে পদোন্নতি নিয়ে বেশি ঝামেলা হয়েছিল। সবাইকে পর্যায়ক্রমে পদোন্নতি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পরিদর্শক মোর্শেদ জামান বলেন, শ্রমিকেরা আজ সকাল আটটায় সুশৃঙ্খলভাবে কারখানায় প্রবেশ করেছেন। সকাল থেকে এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়। কারখানার মূল ফটকে শিল্প পুলিশের সদস্যরা সতর্ক অবস্থানে আছেন।