বিদ্যুতের তারে জড়িয়ে ছোট ভাইয়ের মৃত্যু, খুঁজতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়েরও
খুলনার রূপসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রামে সবজিখেতে এ দুর্ঘটনা ঘটে। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন আনন্দনগর গ্রামের মৃত সরোয়ার শেখের ছেলে মোদাচ্ছের শেখ (৫০) ও ইকবাল শেখ (৪০)।
ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মাওলানা আবু সালেহ প্রথম আলোকে বলেন, বড় ভাই মোদাচ্ছের শেখ ও ছোট ভাই ইকবাল শেখ তাঁদের বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরের পুটিমারী বিলে ঘেরের পাড়ে শসার আবাদ করেছেন। দুই ভাইয়ের খেত পাশাপাশি। তাঁদের খেতের পাশের আরেকজনের একটি খেতে ইঁদুরের উৎপাত বন্ধ করার জন্য গুণার তারে বিদ্যুতের সংযোগ দেওয়া ছিল। সন্ধ্যার দিকে খেতে কাজ শেষ করে বাড়িতে ফেরার পথে ছোট ভাই ইকবাল শেখ বিদ্যুতায়িত হন।
রাত ১০টার দিকে বাড়ি থেকে ইকবালকে ফোনে না পাওয়ায় বড় ভাই মোদাচ্ছের শেখ ও তাঁর স্ত্রী ইকবালকে খুঁজতে খেতে যান। খেতের পাশে ইকবালকে পড়ে থাকতে দেখে বড় ভাই মোদাচ্ছের তাঁকে ধরলে তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন। মোদাচ্ছেরের স্ত্রীর চিৎকারে পাশের খেতের বিদ্যুতের লাইন বন্ধ করে দেওয়া হয়। এরপর তাঁকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন প্রথম আলোকে বলেন, রূপসার আনন্দনগরে একটি সবজিখেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া ওই দুই ভাইয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি।