নাইক্ষ্যংছড়িতে হাতির আক্রমণে প্রাণ গেল বিজিবি সদস্যের, আহত ১
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ির দুর্গম বামহাতির ঝিরির আগা এলাকায় বিজিবি সদস্যরা অভিযানে গেলে বন্য হাতি আক্রমণ করলে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়।
নিহত ব্যক্তির নাম আবদুল মান্নান (৫২)। তিনি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ভালুকখাইয়া সীমান্তচৌকিতে নায়েব সুবেদার পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে বলে জানা গেছে। নাইক্ষ্যংছড়ি থানার উপপরিদর্শক (এসআই) ফকরুল ইসলাম বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
নাইক্ষ্যংছড়ির সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার বলেন, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের মাধ্যমে বিজিবি জানতে পারে, চোরাকারবারিরা সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে গরু নিয়ে আসছে। খবর পেয়ে ভালুকখাইয়া সীমান্তচৌকি থেকে দুর্গম বামহাতির ঝিরির আগা এলাকায় অভিযানে যায়। সেখানে পৌঁছানোর পরই বিজিবি সদস্যরা বন্য হাতির দলের আক্রমণের মুখে পড়েন। এ সময় আবদুল মান্নানকে একটি হাতি ধরে ফেলে। হাতিটি তাঁকে পা দিয়ে আঘাত করে এবং পরে আছড়ে হত্যা করে।
এ সময় বিজিবি সদস্যরা পালিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন। তবে তৌহিদুল ইসলাম নামের এক সৈনিক এ সময় আহত হয়েছেন। পরে বিজিবি ও নাইক্ষ্যংছড়ি থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবদুল মান্নানের লাশ উদ্ধার করে।
বিজিবির সঙ্গে রাতে উদ্ধার কাজে যাওয়া এসআই ফকরুল ইসলাম বলেন, ঘটনাস্থল অত্যন্ত দুর্গম হওয়ায় দিবাগত রাত পৌনে একটার দিকে আবদুল মান্নানের লাশ উদ্ধার করা হয়। ঘটনা জানার পর বিজিবির কক্সবাজার সেক্টরের অধিনায়কসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে বিজিবি নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন অধিনায়কের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
বান্দরবানের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, বিজিবির নায়েব সুবেদার আবদুল মান্নান হাতির আক্রমণে মারা গেছেন। হাতিকে গুলি করার কোনো বিধান নেই। তিনি সেই বিধান মেনেই মৃত্যুকে বরণ করে নিয়েছেন।