ফরিদপুরে আন্দোলনকারীদের মিছিলে গুলি ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ

শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আজ শনিবার ফরিদপুর সদর উপজেলার গোয়ালচামট এলাকায়ছবি: আলীমুজ্জামান

ফরিদপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, কাঁদানের গ্যাসের শেল ও গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ থেকে ভাঙা রাস্তার মোড় পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। এতে পুলিশকে সহযোগিতা করেছেন শ্রমিক লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের শিক্ষার্থীরা মিছিল নিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ক্যাম্পাস থেকে বের হন। এ সময় পুলিশ ভাঙা রাস্তার মোড়ে সাঁজোয়া গাড়ি, হেলমেট ও অস্ত্র নিয়ে প্রস্তুত ছিল। পুলিশের সঙ্গে শ্রমিক লীগ, ছাত্রলীগের ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরাও ছিলেন। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিন, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি দেবাশীষ বিশ্বাস নয়নকে পুলিশের সঙ্গে দেখা গেছে। মিছিলটি ভাঙা রাস্তার মোড় এলাকায় পৌঁছানোর আগেই পুলিশ আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ রাবার বুলেট ছুড়ে ও সাউন্ড গ্রেনেড মেরে মিছিলের ছত্রভঙ্গ করে দেয়।

আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়
ছবি: প্রথম আলো

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন ও কোতোয়ালি থানার ওসি মো. হাসানুজ্জামান জানান, পরিস্থিতি সামাল দিতে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ও গুলি ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে।

আরও পড়ুন
বিক্ষোভ মিছিলে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, কাঁদানের গ্যাসের শেল ও গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ
ছবি: প্রথম আলো

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় শামসুল আলম মাদ্রাসার সামনে বিক্ষোভ চলাকালে পুলিশের ছোড়া শটগানের গুলিতে ডলি আক্তার (২৫) নামের এক ডিবি পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁকে দ্রুত ফরিদপুর পুলিশ হাসপাতালে নেওয়া হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় তাঁদের অন্তত সাত থেকে আটজন গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে নার্সিংয়ের শিক্ষার্থী সঞ্জয় বৈরাগী রাবার বুলেটবিদ্ধ হয়েছেন। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।