২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

রংপুরের গণসমাবেশে যোগ দেবেন দিনাজপুরের ৬০ হাজার নেতা-কর্মী

বিএনপির রংপুর বিভাগীয় সমাবেশকে সামনে রেখে দিনাজপুর জেলা বিএনপির সংবাদ সম্মেলন। আজ বৃহস্পতিবার দুপুরে
ছবি: প্রথম আলো

২৯ অক্টোবর বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশে দিনাজপুর থেকে প্রায় ৬০ হাজার নেতা-কর্মী অংশ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় দিনাজপুর শহরের জেল রোডে বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে ওই বিপুলসংখ্যক নেতা–কর্মীকে সমবেত করার লক্ষ্যের কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মোকাররম হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, আনিছুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য শাহীন সুলতানা, সাবেক যুগ্ম আহ্বায়ক খালেকুজ্জামান, মাহবুব আহমেদ, আক্তারুজ্জামান, আনিসুর রহমান প্রমুখ।

লিখিত বক্তব্যে বখতিয়ার আহমেদ বলেন, কেন্দ্রঘোষিত গত তিনটি বিভাগীয় গণসমাবেশে সরকার বাধা দিয়েও জনস্রোতকে আটকাতে পারেনি। গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে রংপুরের গণসমাবেশে বাধা প্রদান করা থেকে বিরত থাকলে সরকার শুভবুদ্ধির পরিচয় দেবে। গণসমাবেশকে সফল করতে প্রশাসনসহ সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

বাধা আসবে ধরে নিয়েই তাঁরা প্রস্তুতি গ্রহণ করেছেন। প্রয়োজনে ভ্যান-রিকশা-ইজিবাইকে, এমনকি হেঁটে হলেও গণসমাবেশে উপস্থিত হবেন।

বখতিয়ার আহমেদ বলেন, বাস, ট্রাক, ইজিবাইক, নছিমন ছাড়াও পাঁচ হাজার মোটরসাইকেলে রংপুরের গণসমাবেশে উপস্থিত হবেন দলীয় নেতা-কর্মীরা। সব মিলিয়ে দিনাজপুর থেকে প্রায় ৬০ হাজার নেতা-কর্মী রংপুরের গণসমাবেশে যোগ দেবেন। ইতিমধ্যে জেলার ২২টি ইউনিটের নেতা-কর্মীদের সঙ্গে পৃথক পৃথক প্রস্তুতি সভা করা হয়েছে।

দলের নেতা-কর্মীরা জানান, দীর্ঘ এক যুগ পর চলতি বছরের মে মাসে দিনাজপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মোফাজ্জল হোসেনকে সভাপতি ও বখতিয়ার আহমেদকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়েছে। গণসমাবেশে যোগ দিয়ে মনোবল বাড়ানোর পাশাপাশি দিনাজপুরের ছয়টি সংসদীয় আসনে নিজেদের শক্তির জানান দিতে চান নেতা-কর্মীরা।

সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে জেলার সভাপতি মোফাজ্জল হোসেন বলেন, বর্তমান সরকারের ফ্যাসিবাদী আচরণে সাধারণ মানুষ জেগে উঠেছে। চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহের গণসমাবেশে যানবাহন বন্ধ করে দিয়েও জনস্রোতকে রুখতে পারেনি। তিনি আশা রাখছেন, রংপুরের গণসমাবেশও সফল হবে। দলের চেয়ারপারসনের স্মৃতিবিজড়িত দিনাজপুর জেলা বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা উন্মুখ হয়ে আছেন। ইতিমধ্যে পরিবহন বন্ধ না রাখার বিষয়ে পরিবহননেতারাও তাঁদের আশ্বস্ত করেছেন। তবে বাধা আসবে ধরে নিয়েই তাঁরা প্রস্তুতি গ্রহণ করেছেন। প্রয়োজনে ভ্যান-রিকশা-ইজিবাইকে, এমনকি হেঁটে হলেও গণসমাবেশে উপস্থিত হবেন। ইতিমধ্যে নেতা-কর্মী সমর্থকদের অনেকেই রংপুরে যেতে শুরু করেছেন।