শেখ হাসিনা পালানোর পর আমাদের মনোজগতে বিশাল পরিবর্তন ঘটেছে: আমীর খসরু

লালমনিরহাটে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পঞ্চম দিনের খেলায় প্রধান অতিথির বক্তব্য দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার বড়বাড়িতে শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠেছবি: প্রথম আলো

শেখ হাসিনা পালানোর পর বাংলাদেশের সবার মনোজগতে বিশাল পরিবর্তন ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ মঙ্গলবার বিকেলে লালমনিরহাটে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের সবার মনোজগতে, আমাদের সবার মনোজগতে একটা বিশাল পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তন আমাদের ধারণ করতে হবে। এই পরিবর্তন যদি আমরা ধারণ করতে পারি, আমরা যদি সুশৃঙ্খল জাতি হিসেবে পরিচ্ছন্ন রাজনীতির মাধ্যমে, আমাদের সামাজিক কার্যক্রমে, ক্রীড়া কার্যক্রমে ও রাজনৈতিক কার্যক্রমে এটার প্রতিফলন ঘটাতে পারি, যে স্বপ্নের বাংলাদেশের কথা আমরা ভাবছি, সেটা আমরা করতে পারব ইনশা আল্লাহ।’

বিএনপির কেন্দ্রীয় এই নেতা আরও বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে, দেশনেত্রী খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে, তারেক রহমান সাহেবের স্বপ্ন বাস্তবায়নে, আগামীর যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিসহ সবাইকে সাথে নিয়ে এই দেশের সব স্তরের মানুষকে নিয়ে সম্মিলিতভাবে এই যাত্রায় আমাদের জয়ী হতে হবে।’

লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পঞ্চম দিনের খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব (দুলু)। সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হচ্ছে। ২১ নভেম্বরের খেলায় প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদের (টুকু) উপস্থিত থাকার কথা আছে বলে আয়োজকেরা জানিয়েছেন।