খুলনায় হত্যা ও নিপীড়নের প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন ও মৌনযাত্রা

শিক্ষার্থীসহ নিরপরাধ জনসাধারণ হত্যা ও নিপীড়নের প্রতিবাদে খুলনার নর্দান ইউনিভার্সিটির শিক্ষকেরা মানববন্ধন করে। নগরের শিববাড়ি মোড়ে শনিবার দুপুরে
ছবি: প্রথম আলো

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীসহ নিরপরাধ জনসাধারণকে হত্যা ও নিপীড়নের প্রতিবাদে এবং এর বিচারের দাবিতে খুলনায় শিক্ষকেরা মানববন্ধন ও মৌনযাত্রা করেছেন। আজ শনিবার দুপুরে নগরের শিববাড়ি মোড় এলাকায় মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অর্জন’–এর পাদদেশে ‘খুলনার সাধারণ শিক্ষকবৃন্দ’ ব্যানারে এ আয়োজন করা হয়।

মানববন্ধনে খুলনার নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির শিক্ষক ইকবাল মোড়ল বলেন, ‘আমরা ব্যথিত। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা শিক্ষার্থীসহ নিরপরাধ জনসাধারণ হত্যা ও নিপীড়নের প্রতিবাদ জানাই। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সরকারকে পদক্ষেপ নিতে হবে। শিক্ষার্থীসহ কাউকে হয়রানি না করে আলোচনার মাধ্যমে চলমান সমস্যা সমাধান করতে হবে।’

মানববন্ধনে বক্তারা বলেন, তাঁরা আর কোনো নির্যাতন দেখতে চান না। শিক্ষক-শিক্ষার্থী বা সাধারণ মানুষকে নিপীড়ন করা হোক, তা তাঁরা চান না। হামলা বন্ধ হোক। শিক্ষার্থীদের নামে করা মামলা প্রত্যাহার করে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের মুক্তি দেওয়া হোক। তাঁরা প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চান।

এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনার নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার শিক্ষক রাকিব হাসান, মুস্তাফিজুর রহমান, মতিউর রহমান প্রমুখ। মানববন্ধন শেষে শিক্ষকেরা মৌনযাত্রা করে শিববাড়ি মোড়ের আশপাশ ঘুরে আবার মোড়ে ফিরে আসেন।