কক্সবাজার সমুদ্রসৈকতে দ্রুতগতির জলযান জেটস্কি থেকে ছিটকে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত পর্যটকের নাম আল মামুন হাওলাদার (৩২)। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সি-গাল পয়েন্টে বেসরকারি লাইফগার্ড প্রতিষ্ঠান সি-সেফের কর্মীরা সাগরে তল্লাশি চালিয়ে ওই পর্যটককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনাস্থলে উপস্থিত পর্যটকেরা জানান, জেটস্কিতে উঠে ওই পর্যটক মুঠোফোনে দৃশ্য ধারণ করছিলেন। তাঁর পরনে কোনো লাইফ জ্যাকেটও ছিল না। এক পর্যায়ে ঢেউয়ের ধাক্কায় জেটস্কি কাত হয়ে গেলে তিনি সাগরে পড়ে যান।
নিহত আল মামুন হাওলাদার রবিশালের অজিরপুর এলাকার বাসিন্দা মো. নুরুল ইসলাম হাওলাদারের ছেলে। নিহতের ছোটভাই আল আসিফ হাওলাদার বলেন, কয়েক বছর ধরে তিনি চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকার ভাড়াবাসায় থাকতেন। গতকাল রোববার সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজার ভ্রমণে এসে ওঠেন কলাতলীর হোটেল মোটেল জোনের সি-পার্ক গেস্টহাউসে। দুপুরে হোটেল থেকে সৈকতে আসেন তিনি।
সি-সেফ লাইফ গার্ডের সুপারভাইজার সিফাত সাইফুল্লাহ বলেন, বৈরী পরিবেশের কারণে গত কয়েক দিন ধরে সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে। সমুদ্রের পানিতে গোসলে নামতে নিষেধ করে বালুচরে একাধিক লাল নিশানা উড়ানো হয়েছে। তারপরও কিছু পর্যটক নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রের পানিতে নেমে বিপদের সম্মুখীন হচ্ছেন।
সাইফুল্লাহ বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে সৈকতের সি-গাল পয়েন্টে থাকা একটি জেটস্কিতে চড়ে নিহত পর্যটক গভীর সাগরে ঘুরতে যান। চালক জেটস্কি চালাচ্ছিলেন, নিহত পর্যটক তাঁর পেছনে বসা ছিলেন। হঠাৎ বড় একটি ঢেউয়ের ধাক্কায় নিহত পর্যটক জেটস্কি থেকে ছিটতে পড়েন সাগরের পানিতে। সম্ভবত সাঁতার জানা ছিল না বলে ওই পর্যটক পানিতে ডুবে যায়। আধা ঘণ্টা সাগরে তল্লাশি চালিয়ে মুমূর্ষু অবস্থায় ওই পর্যটককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পানিতে গোসলে নামা কয়েকজন পর্যটক জানান, চলন্ত জেটস্কির পেছনে বসে ওই পর্যটক নিজের মুঠোফোনে ভিডিও ধারণ করছিলেন। এ সময় ঢেউয়ের ধাক্কায় জেটস্কি কাত হলে ওই পর্যটক পানিতে ছিটকে পড়েন এবং ডুবে যান। তাঁর পরনে লাইফ জ্যাকেট ছিল না।
জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভির হোসেন বলেন, জেটস্কি থেকে ছিটকে পড়ে ওই পর্যটকের মৃত্যু হয়েছে। তাঁর নাম পরিচয় জানা যায়নি। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। ঘটনার পর থেকে জেটস্কি চালক পালাতক রয়েছেন।
আবহাওয়া অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ এ বি হান্নান জানান, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সাগর উত্তাল রয়েছে।