নাটোরে হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন, হবে ৩ হাজার লোকের কর্মসংস্থান
নাটোরের সিংড়ায় আইটি বা হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ রোববার ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীকে নিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।
হাইটেক পার্ক সূত্রে জানা যায়, প্রায় ৯ একর জমির ওপর ১৯০ কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হচ্ছে। এখানে তিন হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রতিবছর এক হাজার তরুণ এখান থেকে তথ্যপ্রযুক্তি বিষয়ে উন্নত প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন।
আজ বেলা পৌনে ১১টায় সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নে আইটি/হাইটেক পার্ক, সিনেপ্লেক্স ও ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এখানে স্টিল কাঠামোর সাততলা ভবন, তিনতলা ডরমিটরি ভবন, একটি সিনেপ্লেক্স ভবন ও খেলার মাঠ নির্মিত হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ১৯০ কোটি টাকা ব্যয়ে সিংড়ায় হাইটেক পার্ক স্থাপন সম্পন্ন হলে এ এলাকার তরুণ-তরুণীরা ঘরে বসে ইউরোপ-আমেরিকার মার্কেট প্লেসে কাজ করে ডলার উপার্জন করতে পারবেন। এখানে ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তোলা হবে। ডিজিটাল উদ্যোক্তা তৈরির মাধ্যমে বেসরকারি বিনিয়োগের গতি বৃদ্ধি করবে এ হাইটেক পার্ক।
ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, এই হাইটেক পার্কের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে। আইসিটি সেক্টরসহ অন্যান্য খাতে বাংলাদেশের সঙ্গে ভারতের অংশীদারি বাড়বে। এ লক্ষ্যে ভারত সরকার কাজ করে যাচ্ছে। বাংলাদেশের হাইটেক পার্কগুলোয় বিনিয়োগসহ আইসিটি খাতে যৌথভাবে কাজ করছে বাংলাদেশ-ভারত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, প্রকল্প পরিচালক এ কে এ এম ফজলুল হক, জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা প্রমুখ।