২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

যেভাবে কাটছে সিলেটের নবনির্বাচিত মেয়রের ঈদের দিন

সিলেটের কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয় সকাল আটটায়। নামাজ শেষে আরিফুল হক চৌধুরী ও আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে কুশল বিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন
ছবি: আনিস মাহমুদ

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জয়ের পর প্রথম ঈদ নবনির্বাচিত মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর। নানা ব্যস্ততায় তাঁর দিন কাটছে। ঈদের জামাতের পর সবার সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করে শুরু হয় আনোয়ারুজ্জামানের ঈদ।

আনোয়ারুজ্জামান চৌধুরীর বাড়ি সিলেট নগরের পাঠানটুলা এলাকায়। বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল ছয়টায় তিনি ঘুম থেকে ওঠেন। পরিবারের সদস্যদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে সোয়া সাতটার দিকে তিনি ঈদের নামাজ আদায় করতে শাহী ঈদগাহের উদ্দেশ্যে রওয়ানা হন। সকাল আটটায় সেখানে অনুষ্ঠিত সিলেটের সবচেয়ে বড় ঈদের জামাতে অংশ নেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ (নগর ও সদর) আসনের সংসদ সদস্য এ কে আব্দুল মোমেন এবং সিলেটে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন আনোয়ারুজ্জামান চৌধুরী। পরে তাঁরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। এরপর তিনি দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গেও কুশল বিনিময় করেন।

ঈদের জামাতে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী সঙ্গে কী আলাপ হয়েছে, এমন প্রশ্নের জবাবে নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান বলেন, ‘ওনার (আরিফুল) সঙ্গে কুশল বিনিময় হয়েছে। এ ছাড়া নগরভবন পরিচালনায় তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা। তিনি যেন আমাকে পরামর্শ-সহযোগিতা করেন, সে কথা আবারও বলেছি। তিনিও আন্তরিকভাবে আমার কথাগুলো গ্রহণ করেছেন।’

আনোয়ারুজ্জামান চৌধুরীর বাড়ির লোকেরা বলেন, জামাত শেষে আনোয়ারুজ্জামান চৌধুরী ঈদের দিনের আমন্ত্রণ রক্ষার জন্য তাঁর স্বজন ও ঘনিষ্ঠজনের বাসায় যান। পরে সকাল সাড়ে ১০টার দিকে নিজের বাসায় ফেরেন। আনোয়ারুজ্জামান এবার চারটি গরু ও দুটি খাসি কোরবানি দেন। এ ছাড়া নতুন মেয়রের গ্রামের বাড়ি ওসমানীনগর উপজেলায় তিনটা গরু কোরবানি দেওয়া হয়। কোরবানি শেষে আত্মীয়স্বজন ও দরিদ্রদের মধ্যে মাংস বণ্টন করা হয়।

আরও পড়ুন

কোরবানির আনুষ্ঠানিকতা শেষে আনোয়ারুজ্জামান নিজের বাড়িতে দলীয় নেতা-কর্মীর সঙ্গে কুশল বিনিময় করেন। বাসায় আসা অতিথিদের সন্দেশ ও পিঠাসহ বিভিন্ন খাবারের ব্যবস্থা ছিল।

আনোয়ারুজ্জামান চৌধুরীর ব্যক্তিগত সহকারীরা জানিয়েছেন, নগরের ধোপাদিঘিরপার এলাকার হাফিজ কমপ্লেক্সে সন্ধ্যা সাতটা থেকে তিনি দলের নেতা-কর্মীদের পাশাপাশি সর্বস্তরের নগরবাসীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এ সময় সবাইকে কাচ্চি বিরিয়ানি ও বোরহানি দিয়ে আপ্যায়ন করা হবে। রাত ১১টা পর্যন্ত এ শুভেচ্ছা বিনিময় পর্ব চলবে। সেখানে পাঁচ হাজার মানুষের জন্য আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে।

আরও পড়ুন

নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘নগরবাসী আমাকে বিপুল ভোটে মেয়র নির্বাচিত করেছেন। দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে যেন আমি নগরবাসীর প্রত্যাশা পূরণ করতে পারি, এটাই সবার কাছে দোয়া চাই। আমাদের মধ্যে যেন সৌহার্দ্যের কোনো অভাব না হয় এবং আমরা যেন সিলেটের কৃষ্টি-ঐতিহ্য-ইতিহাস নিয়ে যেন চলতে পারি, এই দোয়া চাই।’

সিলেট সিটি করপোরেশনের মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে গত ২১ জুনের নির্বাচনে তিনি আনোয়ারুজ্জামান চৌধুরী বিজয়ী হন। আগামী ৩ জুলাই রাজধানীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে শপথবাক্য পাঠ করাবেন।