‘শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা উচিত’

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। আজ বিকেলে জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠেছবি : প্রথম আলো

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘দেশ শেখ হাসিনা লুট করে নিয়ে গেছেন। আমি বলতে চাই শেখ হাসিনাকে দেশে এনে আইনের আওতায় বিচার করা উচিত।’

আজ শুক্রবার বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলার জামালপুর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণের সময় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রসঙ্গ তুলে তিনি এ মন্তব্য করেন।

স্থানীয় জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জয়নুল আবদিন ফারুক বলেন, ‘দেশের অর্থনীতি আজ ভঙ্গুর। সকল সামাজিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। সরকারি প্রতিটি প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে পঙ্গু করে দেওয়া হয়েছে।’

জয়নুল আবদিন বলেন, ‘আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসকে ইনশা আল্লাহ সবাই সহযোগিতা করব। এই সহযোগিতার মধ্য দিয়ে দেশে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে দেশের যেসব রাজনৈতিক দল গত ১৬ বছর আন্দোলনে ছিল, তারা নির্বাচনে যাবে। আমার ভোট আমি দেব, এর মধ্য দিয়ে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে।’

বিএনপির সাবেক সংসদ সদস্য জয়নুল আবদিন আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘চক্রান্ত করে কোনো লাভ হবে না। আপনারা যত চক্রান্তই করেন এই দেশের মানুষ আর আপনাদের চক্রান্ত সফল হতে দেবে না।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, আইনজীবী এ কে এম বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির সদস্য আবদুল্লা আল-মামুন, আবদুল হান্নান প্রমুখ।