চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিক আটক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে মো. নাজির উদ্দিন কার্তিক (২৫) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) বিজিবি সদস্যরা গোমস্তাপুর উপজেলার কেতাব বাজার এলাকা থেকে তাঁকে আটক করেন।
রাত ৯টার দিকে ১৬ বিজিবির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি বিজিবির নিয়মিত টহল দল মঙ্গলবার সকালে সীমান্ত পিলার ২০৪/এমপি থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কেতাব বাজার এলাকায় টহল দিচ্ছিছিলেন। এ সময় একজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবির সদস্যরা তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অসংলগ্ন কথা বলতে থাকেন। পরে অধিকতর জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি স্বীকার করেন, তিনি ভারতীয় নাগরিক। ওই ব্যক্তির ভাষ্যমতে, তাঁর নাম নাজির উদ্দিন কার্তিক। তিনি ভারতের বিহার রাজ্যের কাঠিয়ার জেলার আবাদপুর থানার গাবিন্দপুর গ্রামের বাসিন্দা। তল্লাশি করে ওই ব্যক্তির কাছ ১০ ভারতীয় রুপি ও ২৫০ বাংলাদেশি টাকা পাওয়া গেছে। তাঁর কাছ থেকে কোনো পাসপোর্ট বা বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।
লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান আরও বলেন, বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ওই ভারতীয় নাগরিক তাঁদের হেফাজতে আছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।