পুলিশের এসবির কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, পিটুনি দিয়ে পুলিশে দিল স্থানীয়রা
ফেনীতে পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করার অভিযোগে এক যুবককে স্থানীয় লোকজন পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আজ বৃহস্পতিবার বিকেলে ফেনী সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম তৌহিদুল ইসলাম। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, আজ বিকেলে ফেনী সরকারি কলেজের সামনের সড়কে তৌহিদুল এসবির কর্মকর্তা পরিচয়ে এক ব্যক্তিকে বিদেশে পাঠানোর নামে প্রতারণার চেষ্টা করেন। পরে তাঁর আচরণ সন্দেহজনক মনে হলে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন স্থানীয় লোকজন। এ সময় তিনি এসবির একটি পরিচয়পত্র প্রদর্শন করেন। একপর্যায়ে স্থানীয় লোকজন তাঁকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে প্রাথমিক চিকিৎসার জন্য তৌহিদুলকে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, তৌহিদুলের প্রদর্শন করা পরিচয়পত্রটি নকল। এ নামে কোনো কর্মকর্তা নেই এসবিতে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।