চট্টগ্রামে প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবক লীগের পাল্টাপাল্টি কর্মসূচি
৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের চট্টগ্রাম নগর কমিটির দুটি পক্ষ পৃথক কর্মসূচি পালন করেছে। সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন কমিটিতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম চৌধুরী। অপর পক্ষের সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
চট্টগ্রাম নগরের দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের সভায় সভাপতিত্ব করেন নগর কমিটির সভাপতি দেবাশীষ নাথ। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আজিজুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য শফিক আদনান, চন্দন ধর ও মশিউর রহমান।
বক্তারা কোটা সংস্কার আন্দোলনের নামে বিএনপি-জামায়াত দেশের সম্পদ ধ্বংস করেছে অভিযোগ করে বলেন, ছাত্রদের ওপর ভর করে বিএনপি-জামায়াত সরকার পতনের আন্দোলনে নেমেছে। তা সফল হতে দেয়নি বাংলার জনগণ।
স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হেলাল উদ্দিনের নেতৃত্বাধীন অংশটি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, সুবিধাবঞ্চিত ব্যক্তিদের মধ্যে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করে। দুপুরে কদম মোবারক শাহি জামে মসজিদে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির উদ্দীন বলেন, সংগঠনকে শক্তিশালী করতে হবে। বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য সংগঠনকে মজবুত করার বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হেলাল উদ্দিন, সুজিত দাশ, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান, আজিজ মিছির, আবদুর রশিদ লোকমান, মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
উল্লেখ্য, স্বেচ্ছাসেবক লীগের নগর কমিটিতে শুরু থেকেই দুটি ধারা বিবদমান রয়েছে। এর মধ্যে সভাপতি সাধারণ সম্পাদক প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। অপর অংশটি আ জ ম নাছির উদ্দীন বলয়ের।