ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিকে প্রত্যাখ্যান করে পদবঞ্চিত ও কাঙ্ক্ষিত পদ না পাওয়া নেতা-কর্মীদের ঝাড়ুমিছিল ও বিক্ষোভ কর্মসূচির পর এবার কমিটির পক্ষে মিছিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে নতুন কমিটির শ্রমবিষয়ক সম্পাদক আবু বকর ও উপজেলা যুবদলের সহসভাপতি নুর আলম মাস্টারের নেতৃত্বে কর্মী-সমর্থকেরা এ মিছিল করেন। তবে মিছিলে নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক কিংবা জ্যেষ্ঠ কোনো নেতা উপস্থিত ছিলেন না।
এর আগের দিন বুধবার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আলম খন্দকারের নেতৃত্বে ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। কর্মসূচি থেকে নতুন কমিটিকে উপজেলা সদরে অবাঞ্ছিত ঘোষণার পাশাপাশি প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়। গত মঙ্গলবার রাতেও তাঁরা নতুন কমিটির বিরুদ্ধে সভা-সমাবেশ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, সরাইল উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২২ সালের ২৩ এপ্রিল। ওই সম্মেলনে আনিছুল ইসলাম ঠাকুরকে সভাপতি, নুরুজ্জামান লস্করকে সাধারণ সম্পাদক ও ডি এম দুলালকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়। আড়াই বছর পর ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর এক চিঠিতে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন জেলা কমিটির আহ্বায়ক আবদুল মান্নান ও সদস্যসচিব সিরাজুল ইসলাম। তবে চিঠিতে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ছিল। ১৩ জানুয়ারি বাকি ৯৯ জনের তালিকা প্রকাশ করা হয়।
আজ মিছিল থেকে নুরুজ্জামান লস্করের পক্ষে নেতা-কর্মীরা নানা স্লোগান দেন। তবে পুরোনো কমিটির কারও বিরুদ্ধে কিছু বলা হয়নি। জানতে চাইলে আবু বক্কর প্রথম আলোকে বলেন, ‘নতুন কমিটিকে স্বাগত জানাই। আগামী শনিবারে জেলা কমিটির সম্মেলন সফল করতে আমরা মিছিল করেছি। আমরা গত বুধবারের মিছিলের বিরুদ্ধে বা প্রতিপক্ষের কোনো নেতা-কর্মীর বিরুদ্ধে স্লোগান দিইনি।’
নতুন পূর্ণাঙ্গ কমিটিতে আগের কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুর রহমানকে দুই নম্বর সদস্য করা হয়েছে। বাদ পড়েছেন আগের কমিটির সহসভাপতি জহির উদ্দিন, হোসেন মিয়া, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ অধিকাংশ নেতা। তাঁরা এ কমিটি কমিটি প্রত্যাখ্যান করে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন।
গত বুধবার বিক্ষোভ মিছিল করা নাজমুল আলম খন্দকার প্রথম আলোকে বলেন, ‘জেলা শহরে আমাদের একটি কর্মসূচি ছিল। আমরা সবাই সেখানে ছিলাম। এই সুযোগে আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এমন কিছু লোক মিছিল করেছে।’