স্কুলছাত্রী হত্যার প্রতিবাদে পীরগাছায় বিক্ষোভ-সমাবেশ
রংপুরের কাউনিয়ায় ছুরিকাঘাতে স্কুলছাত্রী সানজিদা আক্তার ওরফে ইভার হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার নাহেদুল ইসলাম ওরফে সায়েমসহ সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষক-সহপাঠীরাসহ এলাকাবাসী।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পীরগাছা উপজেলার বড়দরগাহ উচ্চবিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করেন সানজিদার শিক্ষক- সহপাঠীরা। এর আগে বেলা ১১টা থেকে স্কুল-সংলগ্ন বড়দরগাহ বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে নিহতের সহপাঠীরা।
বিক্ষোভ সমাবেশে সানজিদা হত্যায় প্রধান অভিযুক্ত নাহেদুলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন নিহতের বাবা ইব্রাহিম খান। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বড়দরগাহ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, স্থানীয় রফিকুল আলম, শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, স্কুলছাত্রী সানজিদা মেধাবী শিক্ষার্থী ছিল। আসন্ন এসএসসি পরীক্ষায় তার অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু দুর্বৃত্তরা তাকে বাঁচতে দিল না। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার দাবি জানান তাঁরা। সমাবেশ থেকে নারী ও শিশু নির্যাতন, হত্যা, ধর্ষণ, অপহরণ, যৌন হয়রানিসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগকে আরও বেশি তৎপর ও আইন প্রয়োগে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, ১৬ আগস্ট রাতে কাউনিয়া উপজেলার কুটিরপাড়া বাজার-সংলগ্ন মধুপুর সড়কের পাশ থেকে সানজিদার লাশ উদ্ধার করে পুলিশ। সে কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের গোড়াই গ্রামের প্রবাসফেরত ইব্রাহিম খানের মেয়ে। সানজিদা বড়দরগাহ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ জানায়, এ ঘটনায় সানজিদার বাবা ইব্রাহিম খান বাদী হয়ে কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সানজিদার কথিত প্রেমিক নাহেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে। তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুজনকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।