চার ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

গাজীপুরের কোনাবাড়ীতে কর্তৃপক্ষের দাবি মেনে নেওয়ার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে নেন আন্দোলনরত শ্রমিকেরা। আজ দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেছবি: প্রথম আলো

দাবি মেনে নেওয়ায় গাজীপুর নগরের কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিকেরা। এর ফলে প্রায় চার ঘণ্টা পর আজ সোমবার বেলা দেড়টার দিকে সড়কটিতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে আজ সকাল সাড়ে ৯টার দিকে এম এম নিটওয়্যার লিমিটেড ও মামুন নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছিলেন।

পুলিশ, কারখানার শ্রমিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকালে কারখানা খুলে দেওয়ার দাবিতে মূল ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। পরে বিকেলে তাঁরা ফিরে যান। আজ সকালে আবার তাঁরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পৃথক দুটি স্থানে সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শ্রমিকেরা বিনা শর্তে কারখানা খুলে দেওয়া ও শ্রমিকদের নামে মামলা প্রত্যাহারের দাবি জানান। একপর্যায়ে কারখানা কর্তৃপক্ষ দাবিগুলো মেনে নিলে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করে নেন। আগামী মঙ্গলবার সকাল থেকে কারখানা দুটিতে শ্রমিকেরা কাজে যোগ দিতে পারবেন বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন

এর আগে ১৭ ডিসেম্বর শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার দাবিতে কাজ বন্ধ করে দেন শ্রমিকেরা। পরে কর্তৃপক্ষ ১৮ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, শ্রমিকদের শর্ত মেনে নিলে অবরোধ প্রত্যাহার করা হয়। পরে বেলা দেড়টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।