বিতর্ক সৃষ্টি হবে, এমন কিছু করবে না অন্তর্বর্তী সরকার

রাজশাহী বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শনের সময় ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন। আজ শনিবার দুপুরে রাজশাহী নগরের শালবাগান এলাকায়
ছবি : প্রথম আলো

বিতর্ক সৃষ্টি হয়, অন্তর্বর্তী সরকার এমন কিছু করবে না বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। আজ শনিবার দুপুরে রাজশাহী বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন এবং ইসলাম, সনাতন, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বী এবং সুধীজনদের সঙ্গে মতবিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

সাংবাদিকেরা সম্প্রতি জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে আলোচনা–সমালোচনা সৃষ্টি হওয়ার বিষয়ে প্রশ্ন করলে ধর্ম উপদেষ্টা বলেন, ‘এগুলো বিতর্ক সৃষ্টির প্রয়াস। আমাদের প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন, বিতর্ক সৃষ্টি হয়, এমন কোনো জায়গায় আমরা হাত দেব না। আমরা হলাম অন্তর্বর্তী সরকার।

এই প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা আরও বলেন,‘আমাদের দায়িত্ব হচ্ছে আইনের শাসন ফিরিয়ে আনা, রাজনৈতিক স্থিতাবস্তা নিশ্চিত করা। এমন পরিস্থিতি যখনই তৈরি হবে, তখন নির্বাচন কমিশনকে ঢেলে সাজিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত দলকে ক্ষমতা হস্তান্তর করা হবে।’

সম্প্রতি মাজার ভাঙার ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মাজার, মসজিদ ও মন্দির ভাঙা গর্হিত কাজ। এগুলো যেভাবে আছে, সেভাবে থাকা দরকার। আমরা দেশবাসীকে জানাতে চাই, এ রকম কোনো দুর্ঘটনা ঘটলে আমাদের ভাতৃত্ববোধ নষ্ট হয়, এগুলো জানালে মুহূর্তের মধ্যেই আমরা আইনগত ব্যবস্থা নেব। আমরা মনে করি, ধর্মীয় প্রতিষ্ঠানে, বিশেষ করে উপাসনালয়ে যারা হামলা চালায়, তারা মানবতার শত্রু। তারা ক্রিমিনাল।’