আদিতমারী সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত, বিজিবির কড়া প্রতিবাদ

বাংলাদেশ–ভারত সীমান্তফাইল ছবি

লালমনিরহাটের আদিতমারীর দুর্গাপুরের কুটিপাড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফের) গুলিতে হেলালুজ্জামান ওরফে হেলাল উদ্দিন (৩৬) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে ভারতের ভেতরে এ ঘটনা ঘটে।

বিএসএফের গুলিতে আহত হেলালুজ্জামান আদিতমারীর দুর্গাপুর ইউনিয়নের কুটিরপাড় গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে। এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবার বলেন, ‘ভারতের অভ্যন্তরে একজন বাংলাদেশি নাগরিক বিএসএফের রাবার বুলেটের আঘাতে আহত হয়েছেন বলে শুনেছি। ওই ব্যক্তি ভারতে একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করে গত শুক্রবার রাতে সীমান্ত পথে তাঁর গ্রামের বাড়িতে ফিরছিলেন।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবদুর রাজ্জাক বলেন, ‘মাঝেমধ্যে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যেতেন হেলালুজ্জামান। কয়েক মাস কাজ করে আবার দেশেও ফেরেন। বর্তমানে ঘন কুয়াশার কারণে কাজ বন্ধ থাকায় শুক্রবার গভীর রাতে দেশে ফিরছিলেন তিনি। এ সময় ভারতের কুটিরপাড় সীমান্তের ৯২৫/২ নম্বর পিলার এলাকায় বিএসএফের কোচবিহার জেলার মদনাকুড়া ক্যাম্পের সদস্যরা রাবার বুলেট ছুড়লে হেলালুজ্জামান আহত হন। পরে তাঁকে বিএসএফ সদস্যরা ভারতের দিনহাটা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন বলে স্থানীয় সূত্রে নিশ্চিত হয়েছি।’

বডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ মো. শাকিল আলম বলেন, সীমান্তে গুলির বিষয়ে বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে আহত ব্যক্তিকে ফেরত দিতে বলা হয়েছে। বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি নাগরিককে ফেরত পাওয়ার পর ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে। অবৈধভাবে সীমান্ত পথে যাতায়াত করা উচিত নয়। এটা সীমান্ত আইনে অপরাধ। তবে আটক না করে কাউকে গুলি করে আহত বা হত্যা করা সমর্থনযোগ্য নয়।