গর্তে জমা বৃষ্টির পানিতে ভাসছিল শিশুর মরদেহ

পানিতে ডুবে মৃত্যুপ্রতীকী ছবি

নেত্রকোনার কলমাকান্দায় নানা বাড়িতে বেড়াতে গিয়ে গর্তের পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কৈলাটি ইউনিয়নের বাবনীকোনা গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুটির নাম মাওয়া আক্তার। সে পূর্বধলা উপজেলার ঘাগড়া গ্রামের মামুন মিয়া ও সাবিনা আক্তার দম্পতির সন্তান। বাবনীকোনা গ্রামে শিশুটির নানাবাড়ি।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মাওয়াকে নিয়ে তার মা সাবিনা আক্তার সম্প্রতি বাবার বাড়ি কলমাকান্দার বাবনীকোনায় বেড়াতে যান। বৃহস্পতিবার সন্ধ্যায় মাওয়া বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরের পেছনে মাটি কেটে করা গর্তে শিশুটির মরদেহ দেখতে পান তাঁরা। সেখানে জমে থাকা বৃষ্টির পানিতে মরদেহটি ভাসছিল।

পরে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক শামীম রানা। চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই শিশুটির পানিতে ডুবে মৃত্যু হয়েছিল।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, মৃত্যু নিয়ে অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে রাতেই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।