ফেসবুকে পোস্টের পর কুমারখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

কুমারখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেনছবি: সংগৃহীত

ফেসবুকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরোনো ছবিসহ ‘শুভ জন্মদিন’ লিখে পোস্ট দেওয়ার পর কুষ্টিয়ার কুমারখালীতে সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহাঙ্গীর হাসান (৩১) কুমারখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। উপজেলার সদকী ইউনিয়নের প্রয়াত সাদেক আলীর ছেলে তিনি।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিজয় মিছিলে হামলার অভিযোগে ২৪ আগস্ট থানায় একটি মামলা করেন আন্দোলনের সমন্বয়ক আসাদুজ্জামান আলী। মামলায় উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদসহ ২৪ জন আওয়ামী লীগ নেতা-কর্মীকে আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয় ১০ থেকে ১৫ জনকে। মামলার এজাহারে জাহাঙ্গীরের নাম নেই। ওই মামলায় ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

নাম প্রকাশ না করার শর্তে কুমারখালী আওয়ামী লীগের একজন নেতা বলেন, গতকাল সকালে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীর হোসেন ফেসবুকে তাঁর আইডিতে ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর পুরোনো ছবি পোস্ট করেন। সে কারণে পুলিশ তাঁকে রাতে গ্রেপ্তার করেছে।

অভিযোগ অস্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ প্রথম আলোকে বলেন, ২৪ আগস্ট থানায় করা মামলায় জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি ওই মামলার সন্দেহভাজন আসামি। আজ রোববার তাঁকে আদালতে নেওয়া হবে। মামলায় অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।