নীলফামারীতে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২

নিহতপ্রতীকী ছবি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় রণচণ্ডী ইউনিয়নের দক্ষিণ সোনাকুড়ি গ্রামের জলঢাকা-রংপুর সড়কে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস রংপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে ঘটনাস্থলে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের দুই যাত্রী নিহত ও চারজন আহত হন।

নিহত ব্যক্তিরা হলেন জেলার ডিমলা উপজেলার দক্ষিণ গোয়াবাড়ি মাঝাপাড়া গ্রামের মো. নুরুল হকের ছেলে মো. আনোয়ারুল হক (৩০) ও জলঢাকা উপজেলার উত্তর চেরেঙ্গা হাজীপাড়া গ্রামের আবদুর রশিদের ছেলে মো. মাজেদুল ইসলাম (৪০)। ঘটনার পর ট্রাক ও মাইক্রোচালক পালিয়ে গেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র মণ্ডল বলেন, নিহত দুজনের লাশ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক।