ময়মনসিংহে নারীর লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা, পুলিশের ধারণা ‘ধর্ষণ’

হত্যা
প্রতীকী ছবি

ময়মনসিংহ সদর উপজেলায় নিখোঁজের দুই দিন পর মাটিচাপা দেওয়া অবস্থায় নারীর (৩০) লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা হয়েছে। আজ শনিবার সকালে ওই নারীর মা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মামলাটি করেছেন। তবে দুপুর পর্যন্ত জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা যায়নি। পুলিশের ধারণা, ওই নারীকে ধর্ষণের পর মাথায় আঘাত করে হত্যা করা হতে পারে।

আরও পড়ুন

ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে ওই নারীর লাশের ময়নাতদন্ত শেষে আজ দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। কেন বা কারা মেয়েকে হত্যা করেছেন, সে বিষয়ে কিছু বলতে পারছেন না মা। তবে যারা তাঁর মেয়েকে নৃশংসভাবে হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচার করার দাবি জানান তিনি।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, নিহত নারীর মাথায় আঘাতের চিহ্ন আছে। তবে আঘাতটি ধারাল অস্ত্রের না অন্য কিছুর, তা বোঝা যায়নি। অন্যান্য আলামত দেখে বোঝা যাচ্ছে, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করে মাটিচাপা দেওয়া হয়। হত্যায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের কাজ চলমান।

গত বুধবার দুপুরের পর নিখোঁজ হন ওই নারী। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় তাঁর পরনে সালোয়ার-কামিজ ছিল। গতকাল শুক্রবার একটি পুকুরের পাড় থেকে তাঁর বিবস্ত্র লাশ মাটিচাপা দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়। পরে মা মেয়ের লাশ শনাক্ত করেন।