মুন্সিগঞ্জে নৌকার সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে মারধরের অভিযোগ
মুন্সিগঞ্জ সদর উপজেলায় কাঁচি প্রতীকের প্রার্থীর এক সমর্থককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর এলাকার স্টিমার ঘাটে এ ঘটনা ঘটেছে বলে দাবি ভুক্তভোগী ওই ব্যক্তির। এ ঘটনায় আজ শনিবার সকালে মুন্সিগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারী ওই ব্যক্তির নাম মো. হাবু মোল্লা। তিনি বিনোদপুর এলাকার সোহারাব মোল্লার ছেলে। হাবু মোল্লা মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সালের সমর্থক। অভিযুক্ত ব্যক্তির নাম জাহিদ হাসান। জাহিদ পঞ্চসার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য এবং নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের আস্থাভাজন ব্যক্তি।
হাবু মোল্লার লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, কাঁচি প্রতীকের প্রার্থীকে সমর্থন করায় বেশ কিছুদিন ধরে হাবু মোল্লা ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছিলেন আওয়ামী লীগের প্রার্থীর পক্ষের জাহিদ হাসান, সোহান ও গিয়াস উদ্দিন নামের তিন ব্যক্তি। গতকাল রাতে হাবু মোল্লা স্টিমারঘাটে কাঁচির প্রচার মাইক বাজাচ্ছিলেন। সে সময় ইউপি সদস্য জাহিদের নির্দেশে সোহান, গিয়াস উদ্দিনসহ ১৫ থেকে ২০ জনের একটি দল মাইক বন্ধ রাখতে বলেন। হাবু প্রতিবাদ করলে তাঁকে মারধর করতে থাকেন। হাবুর চিৎকারে এলাকার লোকজন চলে এলে পালিয়ে যান জাহিদেরা।
এ বিষয়ে জানতে জাহিদ হাসানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, এ আসনে ততই সংঘাত বাড়ছে। প্রতীক বরাদ্দের দিন থেকে আজ শনিবার পর্যন্ত এই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে মারধর, ক্যাম্প ও প্রচার মাইক ভাঙচুর, হুমকি, গুলিসহ অন্তত ১৩টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মুন্সিগঞ্জ ও গজারিয়া থানায় ৬টি মামলা হয়েছে। একে অপরের বিরুদ্ধে গত বৃহস্পতিবার পর্যন্ত নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে ৯টি অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) থান্দার খাইরুল হাসান প্রথম আলোকে বলেন, বিনোদপুরে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ পেয়েছেন তাঁরা। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।