ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে টাকা নেওয়ার অভিযোগে এসআই প্রত্যাহার

গাজীপুরের শ্রীপুরে হাতকড়া পরা অবস্থায় এই সেলফি তুলে ফেসবুকে শেয়ার করেন সবুজ সরকারছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরের হানু মার্কেট এলাকায় এক ব্যবসায়ীকে হাত কড়া পরিয়ে টাকা ছিনিয়ে নিয়ে ছেড়ে দেওয়ার ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুসকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

আবদুল কুদ্দুস শ্রীপুর থানার অধীন মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে ছিলেন। এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন আজ সোমবার বেলা ১১টার দিকে বলেন, ব্যবসায়ীকে হাতকড়া পড়ানো সংক্রান্ত ঘটনায় কর্তৃপক্ষ ওই এসআইকে ক্লোজড (প্রত্যাহার) করে গাজীপুর পুলিশ লাইনসে সংযুক্ত করেছে।

শ্রীপুরের হানু মার্কেট এলাকায় সবুজ সরকার নামের এক ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে আটকে রেখে তাঁর কাছ থেকে দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে এসআই আবদুল কুদ্দুসের বিরুদ্ধে। ভুক্তভোগী সবুজ সরকার মুঠোফোন সরঞ্জামের ব্যবসা করেন। তাঁকে হাতকড়া পরিয়ে আটকে রাখার সময় তিনি মুঠোফোনে সেলফি তুলে ফেসবুকে শেয়ার করেছিলেন। গতকাল রোববার ওই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

পরে সবুজ সরকার জানান, তাঁর এক স্বজনের কথায় গত শুক্রবার হানু মার্কেট এলাকা থেকে তাঁকে আটক করেন এসআই আবদুল কুদ্দুস। আটকের পর তাঁকে হাতকড়া পরিয়ে পুলিশ ফাঁড়ির পাশের একটি লোহার পাইপের সঙ্গে আটকে রাখেন। আটক করে তাঁর কাছ থেকে দুই লাখ টাকা ছিনিয়ে নেন। এর মধ্যে আটক থাকা অবস্থায় তিনি সেলফি তুলে রাখেন। টাকা নেওয়ার পর ওই পুলিশ সদস্য তাঁকে ছেড়ে দেন।

সবুজ সরকার আরও বলেন, তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। পারিবারিক জমি নিয়ে এক স্বজনের সঙ্গে বিরোধের জেরে তাঁকে হয়রানি করে টাকা ছিনিয়ে নিয়েছেন ওই পুলিশ সদস্য। অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন এসআই আবদুল কুদ্দুস।