মাত্র ১০ মিনিটে শেষ হয়ে গেল দুই ভাইয়ের দোকান
মাত্র ১০ মিনিটের আগুনে ছাই হয়ে গেছে মো. সাইফুল ইসলাম ও মো. শাহাজাহান নামে দুই ভাইয়ের দোকান। গতকাল রোববার রাত ১০টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের শাহ ছমিউদ্দিন ফারুকীর মাজারের কাছে এ ঘটনা ঘটে। আগুনে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।
স্থানীয় সূত্র জানায়, মো. সাইফুল ইসলাম ও মো. শাহাজাহান পাশাপাশি হার্ডওয়্যার ও একটি কুলিং কর্নার চালাতেন। গতকাল রাতে আগুন ধরে মুহূর্তেই দুটি দোকান পুড়ে যায়। ঘটনার আকস্মিকতায় দুই ভাই দোকানের মালামালও সরাতে পারেননি। আগুন দেখে স্থানীয় লোকজন জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় রক্ষা পায় আশপাশের স্থাপনা।
ক্ষতিগ্রস্ত মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা দোকানে ছিলাম। হঠাৎ পেছন থেকে ধোঁয়া বের হলে আমরা এগিয়ে গিয়ে দেখি দোকানে আগুন লেগেছে। কিছু বুঝে ওঠার আগেই দুই ভাইয়ের দোকান পুড়ে গেল। আমরা ধারকর্জ করে দোকানগুলো চালিয়ে সংসার চালাতাম। অনেক বড় ক্ষতি হয়ে গেল।’
এ ব্যাপারে কর্ণফুলী মডার্ন ফায়ার স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা অভি বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।’