কর্ণফুলীতে জাহাজডুবির ঘটনায় তিনজনের প্রাণহানি
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে জাহাজডুবির ঘটনায় দুজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে শাহ আমানত সেতুর নিচ থেকে একটি লাশ এবং বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাস্থল থেকে চার কিলোমিটার দূরে ১৫ নম্বর ঘাট এলাকা থেকে আরেকটি লাশ উদ্ধার করা হয়। এদিকে জাহাজডুবির ঘটনায় আহত এক ব্যক্তি গতকাল বুধবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ বেলা সাড়ে ১১টার দিকে ডক কর্মচারী রহমত আলীর লাশ উদ্ধার করা হয়। রহমত আলীর বাড়ি কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকায়। এর আগে ভোরে উদ্ধার হওয়ার লাশ ও গতকাল রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া দুজনের পরিচয় শনাক্ত করতে পারেনি নৌ পুলিশ।
গত মঙ্গলবার রাতে উপজেলার ইচ্ছানগরের সি রিসোর্স ঘাটের বয়া এলাকায় কর্ণফুলী নদীতে মাছ ধরার একটি জাহাজ ডুবে যায়। এ দুর্ঘটনায় ক্যাপ্টেনসহ সাতজন নিখোঁজ ছিলেন। জাহাজটির উদ্ধারকাজ এখনো শুরু হয়নি।
নৌ পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত একটার সময় রেনকন ওশেনিয়া লিমিটেডের ‘এফভি মাগফেরাত’ নামের মাছ ধরার জাহাজটি সি রিসোর্সেস শিপইয়ার্ড লিমিটেডে মেরামতের জন্য ওঠানোর সময় পাখা খুলে যায়। এ সময় জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বয়া ও অন্যান্য জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। ঘটনার পর নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধারকাজ শুরু করেন।
ডুবে যাওয়া জাহাজের প্রধান প্রকৌশলী মো. সোলায়মানের বরাত দিয়ে নৌ পুলিশ জানায়, জাহাজে ১৫ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৯ জন বিভিন্নভাবে তীরে উঠতে সক্ষম হলেও জাহাজের ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহ, মো. সাইফুল, ডক কর্মচারী রহমতসহ সাতজন নিখোঁজ হন।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ বলেন, নিখোঁজ সাতজনের মধ্যে দুজনের লাশ উদ্ধার হয়েছে। লাশ দুটি উদ্ধারের পর থানায় আনা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের আত্মীয়-স্বজন এলে পরিচয় নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা আরেকজন মারা গেছেন। ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে জাহাজটি উদ্ধারে এখনো কাজ শুরু করেননি জাহাজের মালিকপক্ষ বা ডকইয়ার্ড। ডুবে যাওয়া জাহাজটি নদীর তলদেশ থেকে তুলে আনতে টাগবোট বা সাহায্যকারী জাহাজ প্রয়োজন।
দুর্ঘটনার পর জাহাজটির নিবন্ধনকারী সংস্থা নৌ বাণিজ্য অফিসের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। সংস্থাটির প্রকৌশলী ও সার্ভেয়ার রফিকুল আলমকে প্রধান করে গঠিত কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে।