আওয়ামী সরকারের ক্ষমতার উৎস ভারত আর বিএনপির উৎস হচ্ছে জনগণ: এমরান সালেহ
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ ওরফে প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। ৭ জানুয়ারির নির্বাচনকে জনগণ বর্জন করেছে। এই সরকার জনগণের সরকার নয়, এই সরকার তাঁবেদারি সরকার। ৭ জানুয়ারির নির্বাচনকে ভারত ছাড়া অন্য কোনো রাষ্ট্র সমর্থন দেয়নি। তার মানে এই সরকারের ক্ষমতার উৎস ভারত। আর বিএনপির উৎস হচ্ছে জনগণ।
রোববার সন্ধ্যায় শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি এলাকার একটি চালকল চত্বরে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে অংশ নেন এমরান সালেহ। সদর উপজেলা ও পৌর শাখা বিএনপির উদ্যোগে আয়োজিত এ ইফতার মাহফিলে তৃণমূলের নেতা-কর্মীরা অংশ নেন।
এমরান সালেহ বলেন, আওয়ামী সরকার জনগণের অর্থনৈতিক উন্নয়ন ও ক্ষমতায়ন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। এই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে পারেনি। আওয়ামী লীগের এ সরকার একটি ব্যর্থ সরকার। তাই জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। বিএনপির সরকার পতনের এক দফা আন্দোলনের দাবি শেষ হয়নি। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে পুনরায় এই আন্দোলনকে সফল করা হবে।
সভায় বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেছ আলী মামুন ও জেলা বিএনপির সভাপতি মো. মাহমুদুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।