বিদ্যালয়ে যাওয়ার পথে অটোরিকশা উল্টে প্রাণ গেল শিশুর
গাজীপুরের শ্রীপুরে বিদ্যালয়ে যাওয়ার পথে অটোরিকশা উল্টে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মাওনা ইউনিয়নের পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটির নাম মাহিয়া আক্তার (৭)। সে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার দত্তের বাজার ইউনিয়নের কন্যামণ্ডল গ্রামের আমিনুল ইসলামের মেয়ে। সে পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় একটি কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। মাহিয়া মা-বাবার সঙ্গে স্থানীয় মো. পানু মিয়ার বাড়িতে ভাড়া থাকত। তার বাবা একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন।
মাহিয়ার ভাই মো. হৃদয় বলেন, আজ সকাল সাড়ে আটটার দিকে মাহিয়া হেঁটে একা একা বাড়ির পাশের বিদ্যালয়ে যাচ্ছিল। বাড়ি থেকে বের হয়ে পল্লী বিদ্যুৎ অফিস-সংলগ্ন মাওনা-বরমী সড়ক পারাপার হচ্ছিল। এ সময় দ্রুতগামী ব্যাটারিচালিত একটি অটোরিকশা হঠাৎ ব্রেক কষলে সেটি উল্টে মাহিয়ার ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়। মাহিয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল প্রথম আলোকে বলেন, অটোরিকশা উল্টে শিশুটি মারা গেছে। এ ঘটনায় অটোরিকশাটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে অভিযোগ পেলে সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।