কুমিল্লায় ৫৯টি আপত্তি আমলে নিয়ে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঘোষিত খসড়া ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ১২৫টি আপত্তির মধ্যে ৫৯টি আমলে নেওয়া হয়েছে। আজ রোববার জেলা ভোটকেন্দ্র স্থাপন কমিটি এ তালিকা প্রকাশ করে।
এর আগে আগামী সংসদ নির্বাচন উপলক্ষে গত ১৬ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়। এরপর এ বিষয়ে ৩১ আগস্ট বিকেল পাঁচটা পর্যন্ত আপত্তি গ্রহণ করা হয়। কুমিল্লার ১৭টি উপজেলার ১১টি সংসদীয় আসনে (চৌদ্দগ্রাম ছাড়া) ১২৫টি আপত্তি জমা পড়ে। আপত্তির ওপর ৭ ও ১০ সেপ্টেম্বর শুনানি হয়। শুনানি শেষে ৬৬টি আপত্তি বাতিল করা হয় এবং ৫৯টি আপত্তি গ্রহণ করা হয়।
জেলা ভোটকেন্দ্র স্থাপন কমিটির সদস্যসচিব ও জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম প্রথম আলোকে বলেন, কুমিল্লায় খসড়া ভোটকেন্দ্রের তালিকা নিয়ে ১২৫টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ৫৯টি আপত্তি আমলে নেওয়া হয়েছে। এবার নতুন ভোটকেন্দ্র বেড়েছে ১১৬টি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলায় ভোটকেন্দ্র ১ হাজার ৪৩৪টি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছিল ১ হাজার ৩১৮টি। জেলায় ভোটার ৪৬ লাখ ৭২ হাজার ৩২৯। এবার ভোটকক্ষ ৯ হাজার ৩৮৮টি, একাদশ নির্বাচনে ছিল ৭ হাজার ৫৭৮টি।
এদিকে খসড়া ভোটকেন্দ্রের তালিকায় কুমিল্লার বরুড়া উপজেলার সোনাইমুড়ি উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র বাতিল করে আদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেওয়া হয়। এরপর ২৬ আগস্ট সোনাইমুড়ি ভোটকেন্দ্র বাতিলের প্রতিবাদে সোনাইমুড়ি বাজারে বিক্ষোভ করেন এলাকাবাসী। একই সঙ্গে ২৯ আগস্ট জেলা নির্বাচন কার্যালয়ে আপত্তি জানায়। পরে জেলা ভোটকেন্দ্র স্থাপন কমিটির সদস্যরা সরেজমিন আদ্রা ও সোনাইমুড়ি ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এতে কমিটি আদ্রা ভোটকেন্দ্রে ৪ হাজার ৮৩ ভোট নেওয়ার অবকাঠামো নেই বলে মতামত দেয়।
১০ সেপ্টেম্বর কুমিল্লা জেলা প্রশাসকের দপ্তরে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা নির্বাচন কর্মকর্তার উপস্থিতিতে শুনানি হয়। এতে সোনাইমুড়ি উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র বহাল রাখার পক্ষে ঐকমত্য পোষণ করা হয়। সোনাইমুড়ি উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও দলের কেন্দ্রীয় কর্মসংস্থান সম্পাদক জাকারিয়া তাহের। আদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী। আদ্রা কেন্দ্রে ভোটার ১ হাজার ৪০৬ জন। সোনাইমুড়ি কেন্দ্রে ভোটার ২ হাজার ৬৭৭ জন। এ ছাড়া বরুড়া উপজেলার একবাড়িয়া আলিম মাদ্রাসা ভোটকেন্দ্রে গনকখুলি ও হরিশপুর এলাকার ভোটাররা আগের মতো ভোট দিতে পারবেন।