কুষ্টিয়ার দুটি উপজেলায় জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি কমিটি গঠন
কুষ্টিয়ার ভেড়ামারা ও দৌলতপুর উপজেলায় জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি কমিটি গঠন করা হয়েছে। সাংগঠনিক কাঠামো বিস্তৃতির অংশ হিসেবে আজ শুক্রবার বেলা দুইটার দিকে এ প্রতিনিধি কমিটি গঠনের বিষয়টি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। জাতীয় নাগরিক কমিটির ফেসবুক পেজেও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
জাতীয় নাগরিক কমিটির খুলনা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সদস্য আল মামুন ফয়সাল ও তানজিল মাহমুদের সুপারিশে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন কমিটি দুটির অনুমোদন করেন।
ভেড়ামারা উপজেলায় ১০৮ সদস্যবিশিষ্ট ও দৌলতপুর উপজেলায় ১৪০ সদস্যবিশিষ্ট প্রতিনিধি কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে আহ্বায়ক কমিটিতে রূপান্তর করার কথা বলা হয়েছে।
ভেড়ামারা উপজেলার প্রতিনিধি কমিটির অন্যতম সদস্য ও সংগঠক জান্নাতুল ফেরদাউস টনি বলেন, ‘প্রতিনিধি কমিটির প্রত্যেক সদস্যকে নিয়ে জাতীয় নাগরিক কমিটির কার্যাবলিকে ত্বরান্বিত করার জন্য কেন্দ্রঘোষিত নির্দেশাবলি বাস্তবায়নের লক্ষ্যে যা যা দরকার, আমরা তাই তাই করব।’
দৌলতপুর উপজেলা প্রতিনিধি কমিটির অন্যতম সদস্য ও সংগঠক মিজানুর রহমান কাজল বলেন, ‘জাতীয় নাগরিক কমিটির নির্দেশনা অনুযায়ী, সমাজের বৈষম্য দূরীকরণে কাজ করতে আমরা বদ্ধপরিকর।’