পঞ্চগড়ে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে হাজারো মানুষের ঢল
পঞ্চগড়ে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ ঐতিহ্যের এ প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ঢল নামে। শনিবার বিকেলে সদর উপজেলার সরদারপাড়া এলাকায় ফসলি জমিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় জেলা প্রশাসনের সহায়তায় ‘ষড়ঋতু জগদল’ নামে একটি সংগঠন এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় তিনটি পর্বে পঞ্চগড়, নীলফামারী, নওগাঁসহ বিভিন্ন জেলার ২০ জন ঘোড়সওয়ার নিজ নিজ ঘোড়া নিয়ে অংশ নেন।
চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় ‘এ’ দলে প্রথম স্থান অধিকার করে জেলার বোদা উপজেলার পাঁচপীর এলাকার ‘রেজার হর্স পাওয়ার’ এবং দ্বিতীয় স্থান অধিকার করে নীলফামারীর সৈয়দপুর উপজেলার ‘রাজা বাবু’। অন্যদিকে ‘বি’ দলে প্রথম স্থান অধিকার করে নওগাঁর হালিমা ও দ্বিতীয় স্থান অধিকার করে পঞ্চগড়ের বোদা উপজেলার শহিদুল্লাহ।
খেলা শেষে বিজয়ী ও খেলায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে ঘোড়দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। এ সময় অন্যান্যের মধ্যে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার নজির উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘ষড়ঋতু জগদল’ সংগঠনের সভাপতি আবদুর রহিম।
প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের পাশাপাশি সেনাসদস্যরা দায়িত্ব পালন করেন। ঘোড়দৌড় দেখতে আসা স্কুলছাত্রী উম্মে হাফসা বলে, ‘পরিবারের সবার সঙ্গে ঘোড়দৌড় খেলা দেখতে এসেছি। এভাবে কোনো দিন সামনাসামনি ঘোড়দৌড় দেখিনি। সত্যিই অনেক ভালো লাগছে।’
সাবেত আলী নামের এক তরুণ বলেন, ঘোড়দৌড় দেখতে এসে খুবই ভালো লাগছে। হারিয়ে যেতে বসা এসব খেলার আয়োজন মাঝেমধ্যেই হওয়া উচিত। বর্তমানে তাঁরা যেভাবে মোবাইল ফোনে আসক্ত হচ্ছেন, সেটা কিছুক্ষণের জন্য রক্ষা এ প্রতিযোগিতা কমিয়ে দিয়েছে।