আওয়ামী লীগ কর্মীকে পদ দেওয়ায় পলাশবাড়ী উপজেলা মহিলা দলের কমিটি স্থগিত
আওয়ামী লীগের কর্মীকে পদ দেওয়ার অভিযোগে জাতীয়তাবাদী মহিলা দল গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শাখার কার্যক্রম স্থগিত করা হয়েছে। গতকাল রোববার রাতে জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক মৌসুমী বেগমের সই করা দলীয় প্যাডে কমিটির কার্যক্রম স্থগিতের বিষয়টি জানানো হয়।
এর আগে গত শুক্রবার জাতীয়তাবাদী মহিলা দল গাইবান্ধা জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা দলীয় প্যাডে ৫১ সদস্যের পলাশবাড়ী উপজেলা মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতির পদ পান আরজিনা পারভীন। কমিটির তালিকা প্রকাশের পর সভাপতি আরজিনা পারভীনের আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে সমালোচনা হয়। সভাপতি হিসেবে তাঁর নাম দেখে ক্ষুব্ধ নেতা-কর্মীদের অনেকেই প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট ও মন্তব্য করেন। এর পরিপ্রেক্ষিতে কমিটির কার্যক্রম স্থগিত করা হয়।
গাইবান্ধা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মৌসুমী বেগম বলেন আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি (আরজিনা পারভীনের আওয়ামী লীগ–ঘনিষ্ঠতা) আমাদের জানা ছিল না। তাই দলীয় সিদ্ধান্তে পলাশবাড়ী উপজেলা মহিলা দলের কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। আমরা পরবর্তী সময়ে কমিটির বিষয়ে সিদ্ধান্ত নেব।’
এ বিষয়ে বক্তব্য জানতে আরজিনা পারভীনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর নম্বর বন্ধ পাওয়া যায়।