১০১ বস্তা শর্ষে নিয়ে দিনাজপুর থেকে উধাও ট্রাক গাজীপুরে জব্দ, চালক গ্রেপ্তার

ট্রাকচালক হাফিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা থেকে ১০১ বস্তা শর্ষে নিয়ে উধাও হওয়া ট্রাক পাঁচ দিন পর গাজীপুরে পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের জয়দেবপুর উপজেলার তালতলী থেকে ট্রাকটি জব্দ করে ঘোড়াঘাট থানার পুলিশ। এ সময় ট্রাকচালককে আটক করা হয়েছে। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার ট্রাকচালকের নাম হাফিজুল ইসলাম (৩০)। তিনি নওগাঁর পত্নীতলার শিমুলিয়া গ্রামের বাসিন্দা। জব্দ করা ১০১ বস্তা (১৫২ মণ) শর্ষের বাজারমূল্য ৪ লাখ ৮৬ হাজার টাকা। এসব শর্ষের মালিক ব্যবসায়ী মোশারফ শেখ। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার গ্রামের মৃত ছফুর উদ্দিনের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ব্যবসায়ী মোশারফ শেখ গত ২৭ জানুয়ারি ঘোড়াঘাট এলাকা থেকে ১৫২ মণ শুকনা শর্ষে কেনেন। ওই দিন বেলা একটার দিকে তিনি এসব শর্ষে মুন্সিগঞ্জের এক ব্যবসায়ীর কাছে পাঠানোর জন্য দিনাজপুর জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের মাধ্যমে একটি ট্রাক (বগুড়া-ন-১১-১৮৩২) ভাড়া (চালান-৮১৬৪৫) নেন। পরে ঘোড়াঘাট পৌর শহরের সাহেবগঞ্জ এলাকার একটি গুদাম থেকে শর্ষে ওই ট্রাকে ওঠানো হয়। ট্রাকচালক হাফিজুল ইসলাম ট্রাকটি নিয়ে মুন্সিগঞ্জের উদ্দেশে রওনা হন। এর পর থেকেই তিনি নিরুদ্দেশ। গত ২৮ জানুয়ারি বেলা পৌনে ১১টার দিকে মোশারফ শেখ ট্রাকচালক হাফিজুল ইসলামের মুঠোফোনে কল দিলে তাঁর মুঠোফোন বন্ধ পান। পরে কয়েক দফায় তাঁর মুঠোফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়। ওই দিন মোশারফ শেখ বিষয়টি জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ওয়াহেদ আলীকে জানান। পরে তিনিও ট্রাকচালককে মুঠোফোনে কল দিলে তা বন্ধ পান।

এ ঘটনায় ব্যবসায়ী মোশারফ শেখ গত বৃহস্পতিবার সকালে ঘোড়াঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ট্রাকচালকের অবস্থান শনাক্ত করা হয়। থানার উপপরিদর্শক মেহেদী হাসানসহ পুলিশের একটি দল গাজীপুরে অভিযান চালিয়ে শর্ষেবোঝাই ট্রাকসহ চালককে আটক করে। ট্রাকচালক ঘোড়াঘাট এলাকা পার হয়ে ট্রাকটির আসল নম্বর প্লেট পরিবর্তন করে একটি ভুয়া নম্বর প্লেট ব্যবহার করে বগুড়া হয়ে গাজীপুরে যান। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মোশারফ শেখর জিডিটি মামলায় রূপান্তর করা হয়। পরে সেই মামলায় ট্রাকচালককে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ শুক্রবার তাঁকে দিনাজপুর আদালতে পাঠানো হবে।