গাইবান্ধায় ধান কাটার সময় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু
গাইবান্ধা সদর ও সাঘাটা উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে ও সাঘাটার মুক্তিনগর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শ্রমিকের নাম শিপন মিয়া (২২) ও ফুল মিয়া (৪০)। শিপন সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের বেলতৈল গ্রামের মোকলেছ মিয়ার ছেলে ও ফুল মিয়া সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গড়দীঘি গ্রামের জোবায়ের আলীর ছেলে।
পুলিশ ও মৃতের স্বজনেরা জানান, আজ দুপুরে কৃষিশ্রমিক শিপন মিয়া বাড়ির পাশের জমিতে ধান কাটতে যান। দুপুর ১২টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে জোরে বৃষ্টি শুরু হলে অন্য শ্রমিকেরা বাড়িতে চলে যান। কিন্তু শিপন বৃষ্টির মধ্যে ধান কাটছিলেন। হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটলে শিপন মাটিতে লুটিয়ে পড়েন। পরে মৃত অবস্থায় তাঁকে উদ্ধার করেন স্থানীয় লোকজন। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে বেলা একটার দিকে বাড়ির অদূরে একটি জমিতে ধান কাটছিলেন ফুল মিয়া। হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহন হন। তাঁকে উদ্ধার করে গাইবান্ধা জেলারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক মিয়া বজ্রপাতে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।