চাঁদাবাজির তথ্য জানাতে শ্রীপুরে মুঠোফোন নম্বরসংবলিত সাইনবোর্ড

গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন এলাকায় সাইনবোর্ড টাঙানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকায়ছবি: সংগৃহীত

পরিবহন খাতে চাঁদাবাজির তথ্য জানাতে গাজীপুরের শ্রীপুরে গুরুত্বপূর্ণ ১৮টি স্থানে মুঠোফোন নম্বরসংবলিত সাইনবোর্ড টাঙানো হয়েছে। সাইনবোর্ডে কয়েকটি হটলাইন নম্বর উল্লেখ করা হয়েছে। চাঁদাবাজি হলেই এসব নম্বরে ফোন করে তথ্য দেওয়ার জন্য বলা হয়েছে। গতকাল মঙ্গলবার ও আজ বুধবার এসব সাইনবোর্ড টাঙানো হয়। আরও সাইনবোর্ড টাঙানোর কাজ চলছে।

স্থানীয় ব্যক্তিদের ভাষ্য, পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রুমানা আলীর উদ্যোগে এসব সাইনবোর্ড টাঙানো হয়েছে। প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর রুমানা আলী নিজ এলাকায় পরিবহনে চাঁদাবাজি বন্ধের বিষয়ে গুরুত্ব দিয়েছেন। যেকোনো মূল্যে তাঁর এলাকায় সব ধরনের পরিবহনে চাঁদাবাজি বন্ধ করার ঘোষণা দেন। কেউ চাঁদাবাজি করলে তাঁদের নামের তালিকাও চেয়েছেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গাজীপুর-৩ (সদর ও শ্রীপুর) আসন থেকে নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

শ্রীপুর চৌরাস্তার বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, গণপরিবহনের চাঁদাবাজি বন্ধে উদ্যোগটি চমৎকার। শুধু পরিবহনে চাঁদাবাজি নয়, সব ধরনের চাঁদাবাজি ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা দেখতে চায় সাধারণ মানুষ।

শ্রীপুর রেলস্টেশনের কাছে শ্রীপুর-গোসিংগা সড়কের শুরুতে কাওরাইদ বাজারের অটোরিকশা স্ট্যান্ডে, বরমী বাজার, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসার রোডে, মাওনা-ফুলবাড়িয়া সড়কসহ উপজেলার ১৮টি স্থানে সাইনবোর্ডগুলো টাঙানো হয়। শ্রীপুর রেলস্টেশনের কাছে টাঙানো সাইনবোর্ডে লেখা—‘শ্রীপুর রেলগেট এলাকায় সিএনজি/অটোরিকশাচালকসহ সব পরিবহন শ্রমিক ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সিএনজি/অটোরিকশা স্ট্যান্ড বা যেকোনো পরিবহন থেকে কেউ কোনো ধরনের অর্থ বা চাঁদা দাবি করলে তাৎক্ষণিকভাবে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করুন।’ যোগাযোগের নম্বর হিসেবে শ্রীপুর থানার ওসি, পরিদর্শক (তদন্ত), ডিউটি অফিসার ও জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ উল্লেখ করা হয়েছে।

শ্রীপুর-গোসিংগা সড়কের ব্যাটারিচালিত অটোরিকশার চালক মো. ফরিদ মিয়া বলেন, তাঁদের কাছ থেকে একটি মহল চাঁদা নিত। কিন্তু সম্প্রতি নির্বাচনের পর তাঁদের চাঁদা দিতে হচ্ছে না। তিনি আরও বলেন, প্রতিমন্ত্রী রুমানা আলীর উদ্যোগে চাঁদাবাজি বন্ধ হয়েছে। কেউ চাঁদা চাইলে তথ্য দিলে তিনি কঠোর ব্যবস্থা নেবেন বলেও কথা দিয়েছেন।

কাওরাইদ এলাকার অটোরিকশার চালক নিজাম উদ্দিন বলেন, ‘চাঁদাবাজি বন্ধ হয়েছে। কত দিন বন্ধ থাকে, সেটাই দেখার বিষয়। সাইনবোর্ড টাঙানোর ফলে আমরা সাহস পাচ্ছি।’

স্থানীয় বাসিন্দা মো. জহিরুল বলেন, সব ধরনের অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর করতে প্রতিমন্ত্রী উদ্যোগ নিয়েছেন। এসব উদ্যোগ অব্যাহত থাকলে সাধারণ মানুষের আস্থা অর্জন করা সম্ভব।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জামান বলেন, শ্রীপুরের কোথাও চাঁদাবাজি হচ্ছে, এমন তথ্য পেলে পুলিশ খুব দ্রুত কঠোর পদক্ষেপ নেবে। এসব ক্ষেত্রে ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই।