মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশার চালক নিহত

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

চট্টগ্রামের পটিয়ায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার যাত্রী পুলিশের তিন উপপরিদর্শক (এসআই)। গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার শান্তির হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালক আবদুল মান্নান (৪৩) পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার যাত্রী পটিয়া থানার এসআই মোহাম্মদ খায়ের উদ্দিন ভুঁইয়া (৩৪), মো. জুয়েল (৩২) ও তোয়াই চাকমা (৩০)। গুরুতর আহত অবস্থায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী একটি ট্রাক পটিয়া শান্তির হাটে পৌঁছে চাকা নষ্ট হয়ে যায়। ট্রাকটি রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল। চাকা মেরামত করার সময় পেছন দিক থেকে অটোরিকশায় করে পটিয়া আসছিলেন তিন পুলিশ কর্মকর্তা। সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে অটোরিকশার জোরে ধাক্কা লাগে। স্থানীয়রা চালক আবদুল মান্নানকে একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিন পুলিশ কর্মকর্তাকে প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ট্রাক ও অটোরিকশা পুলিশের হেফাজতে রয়েছে।

পটিয়া থানার ওসি আবু জাহেদ মোহাম্মদ নাজমুর নুর বলেন, গতকাল চট্টগ্রামে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণ শেষে তিন কর্মকর্তা অটোরিকশায় করে কর্মস্থল পটিয়া থানায় আসছিলেন। এ সময় তাঁরা সড়ক দুর্ঘটনার শিকার হন।