টেকনাফে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি ‘হত্যা’
কক্সবাজারের টেকনাফ উপজেলায় আবদুর রহমান (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত যুবকের স্বজনদের দাবি, পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠসংলগ্ন বাজারের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত আবদুর রহমান উপজেলার নয়াপাড়া পুরানপাড়া গ্রামের মৃত মোহাম্মদ ইয়াসিনের ছেলে। তিনি এলাকায় মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের এজেন্টদের ‘সুপারভাইজার’ হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ, নিহত যুবকের পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠসংলগ্ন বাজারের পাশে রক্তাক্ত অবস্থায় একজনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবদুর রহমানের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত যুবকের স্বজনদের দাবি, গতকাল রোববার রাতে নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কয়েকজনের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন আবদুর রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আরও চার থেকে পাঁচজন। তাঁদের গভীর রাত পর্যন্ত সেখানে আড্ডা দিতে দেখেন স্থানীয় লোকজন। ওই জায়গার পাশ থেকে সকালে তাঁর লাশ উদ্ধার হয়। স্বজনদের অভিযোগ, আবদুর রহমানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গতকাল রাতে তাঁর সঙ্গে থাকা লোকজন জড়িত বলে দাবি করেন স্বজনেরা।
আবদুর রহমানের ছোট ভাই আবদুল গফুর মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর ভাইয়ের এক ছেলে ও এক মেয়ে আছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, রক্তাক্ত অবস্থায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর মুখে আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর সঠিক কারণ জানা যাবে। নিহত যুবকের স্বজনদের কাছ থেকে অভিযোগ পেলে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।