নির্বাচনের মাধ্যমে দেশের মালিকানা জনগণকে ফিরিয়ে দিতে হবে: মির্জাপুরে আমীর খসরু
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জাতি–ধর্ম–বর্ণনির্বিশেষে বাংলাদেশের নাগরিক হিসেবে সবাই মিলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এ জন্য দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে হবে। যার বাহক হচ্ছে নির্বাচন। যত কম সময়ের মধ্যে হোক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মালিকানা জনগণের মধ্যে ফিরিয়ে দিতে হবে।
আমীর খসরু শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনে এসে স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহার হাতে ফুলের শুভেচ্ছা তুলে দেন। পরে রাতেই ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।
বিএনপির এ নেতা বলেন, দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে গত ১৫-১৭ বছর যুদ্ধ করে অনেকে প্রাণ হারিয়েছে। গুমের শিকার হয়েছে, খুন হয়েছে, বাড়িঘর-ব্যবসা ও চাকরি হারিয়েছে। দেশটাকে যেভাবে লুটপাট করা হয়েছে, তার বিরুদ্ধেই মানুষ যুদ্ধ করেছে।
তিনি বাজার পরিস্থিতি প্রসঙ্গে বলেন, বাজারের অবস্থা বহু বছর ধরে অস্বাভাবিক। মানুষ দারিদ্র৵সীমার অনেক নিচে চলে গেছে। মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে, জীবনযাত্রার মান নেমে গেছে। এ ধারার পরিবর্তন করতে হলে সবাই মিলে কাজ করতে হবে।
এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, এই আন্দোলনে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন দেশনেত্রী খালেদা জিয়া। সেই ত্যাগ বিফলে যাবে না। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই তারেক রহমান দেশে ফিরে আসবেন।
এ সময় আমীর খসরুর সঙ্গে কেন্দ্রীয় বিএনপির শিশুবিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদুর রহমান, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রউফ, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি হজরত আলী মিঞা ও সাধারণ সম্পাদক এস এম মহসীন প্রমুখ উপস্থিত ছিলেন।